একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী অংশ
তৃতীয় অধ্যায়
মানব শারীরতত্ত্ব : পরিপাক ও শোষণ
[এ অধ্যায় থেকে বিগত বোর্ড পরীক্ষায় একাধিক বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। ]
১। নিচের কোন প্রকারের দাঁত শিশুদের থাকে না?
ক) কর্তন খ) ছেদন গ) পেষণ ঘ) অগ্রপেষণ
২। হিমোগ্লোবিনের ভাঙনে কী পাওয়া যায়?
ক) ফেরিটিন খ) অ্যালবুমিন গ) গ্লোবিউলিন ঘ) বিলিভার্ডিন
উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৩। চিত্রিত A অঙ্গ সম্পর্কে সঠিক তথ্য হলো—
i. এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি
ii. এখানে খাদ্য পরিপাক হয়
iii. এটি পিত্তরস তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। অঙ্গটির সঞ্চয়ী ভূমিকা হিসেবে গণ্য নিচের কোন প্রক্রিয়াটি?
ক) গ্লাইকোজেনেসিস খ) ডি-অ্যামিনেশন গ) বিলিরুবিন সৃষ্টি ঘ) ডি-টক্সিকেশন
৫। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?
ক) সুক্রোজ খ) লাইপেজ গ) পেপসিন ঘ) অ্যামাইলেজ
৬। নিচের কোনটি স্থূলতার কারণ নয়?
ক) অতিরিক্ত ফাস্টফুড খাওয়া খ) অধিক ক্যালরিযুক্ত খাবার খাওয়া
গ) ডালজাতীয় খাদ্য বেশি গ্রহণ করা ঘ) অতিমাত্রায় তরল পানীয় পান করা
৭। অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া—
ক) গ্লাইকোনিওজেনেসিস খ) গ্লাইকোজেনেসিস গ) গু্লকোজেনেসিস ঘ) গ্লাইকোলাইসিস
৮। নিচের কোনটি মিশ্র গ্রন্থি?
ক) অগ্ন্যাশয় খ) লালাগ্রন্থি গ) যকৃৎ ঘ) পিটুইটারি
উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৯। উদ্দীপকের A অংশে কী উত্পন্ন হয়?
ক) ট্রিপসিন খ) মল্টেজ গ) টায়ালিন ঘ) রেনিন
১০।উদ্দীপকের B অংশের কাজ হলো—
i. পানি শোষণ
ii. মিউকাস ক্ষরণ
iii. ভিটামিন A ও D তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. ক।
Post a Comment