Header Ads

এসএসসিঃ মালিকানার ভিত্তিতে ব্যবসায়


এসএসসিঃ মালিকানার ভিত্তিতে ব্যবসায়

১। পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কোন ব্যবসায় সংগঠনের মাধ্যমে?
ক) অংশীদারি ব্যবসায় খ) রাষ্ট্রীয় ব্যবসায় গ) যৌথ মূলধনী ব্যবসায় ঘ) সমবায় সমিতি

২। শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
ক) ২৫ বছরের ঊর্ধ্বে খ) ২২ বছরের ঊর্ধ্বে গ) ২০ বছরের ঊর্ধ্বে ঘ) ১৮ বছরের ঊর্ধ্বে

৩। বাংলাদেশের কত শতাংশ ব্যবসায় একমালিকানা ব্যবসায় সংগঠনের মাধ্যমে গঠিত?
ক) ৭০% খ) ৭৫% গ) ৮০% ঘ) ৮৫%

৪। কম্পানি সংগঠনের মূল দলিল কোনটি?
ক) বিবরণপত্র খ) স্মারকলিপি গ) সংঘবিধি ঘ) নিবন্ধনপত্র

৫। অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে—
i. লিখিত
ii. মৌখিক
iii. অনিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক) র ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৬। কত সালে ব্রিটেনে সর্বপ্রথম কম্পানি আইন পাস হয়?
ক) ১৮৪০ সালে খ) ১৮৪৪ সালে গ) ১৮৫০ সালে ঘ) ১৯৯৪ সালে

৭। কোন ব্যবসায়ের ব্যবস্থাপনা মালিকানা থেকে সম্পূর্ণ পৃথক?
ক) অংশীদারি ব্যবসায় খ) সমবায় সমিতি গ) একমালিকানা ব্যবসায় ঘ) যৌথ মূলধনী ব্যবসায়

৮। প্রাইভেট লিমিটেড কম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন?
ক) ২ জন খ) ২০ জন গ) ৫০ জন ঘ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ

৯। কোন ধরনের অংশীদার অধিকার থাকাসত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না?
ক) ঘুমন্ত খ) সীমিত গ) নামমাত্র ঘ) আচরণে অনুমিত

১০। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের কাছে জমা দিতে হয়—
i. বিবরণপত্র
ii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
iii. নিবন্ধনপত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১। কার নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) হামিদুর রহমান খ) জহুরুল ইসলাম গ) আক্তার হামিদ খান ঘ) আবুল কালাম আজাদ

১২। ন্যূনতম চাঁদার বিষয়টি নিচের কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) পাবলিক লিমিটেড কম্পানি খ) সমবায় সমিতি গ) প্রাইভেট লিমিটেড কম্পানি ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়

১৩। প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্যসংখ্যা কতজন?
ক) ৭ জন খ) ১০ জন গ) ১৫ জন ঘ) ২০ জন

১৪। সমবায় সমিতির একজন সদস্য মোট শেয়ার মূলধনের সর্বোচ্চ কত শতাংশ শেয়ার ক্রয় করতে পারে?
ক) ১৫% খ) ২০% গ) ২৫% ঘ) ৩০%

১৫। যে ধরনের ব্যবসায় সংগঠন চিরন্তন অস্তিত্বের অধিকারী, তা হলো—
i. রাষ্ট্রীয় ব্যবসায়
ii. অংশীদারি ব্যবসায়
iii. যৌথ মূলধনী ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
ক) মুনাফা অর্জন খ) বৈষম্য সৃষ্টি গ) জনকল্যাণ সাধন ঘ) সম্পদ সর্বাধিকরণ

উত্তর ১. ঘ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. গ।

No comments

Powered by Blogger.