Header Ads

নবম-দশম শ্রেণিঃ ব্যবসায় উদ্দ্যেগ


নবম-দশম শ্রেণিঃ ব্যবসায় উদ্দ্যেগ

ব্যবসায়ের আইনগত দিক
১. পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
(ক) বিসিক (খ) বেসিক (গ) বিটিটিআর (ঘ) বিএসটিআই
২. স্বাতন্ত্র্য কোনটির মূল বিষয়?
(ক) পণ্য প্রতীক (খ) পেটেন্ট (গ) নিবন্ধন (ঘ) কপিরাইট
৩. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
(ক) প্রচুর মুনাফা (খ) অধিক বিনিয়োগ (গ) মানসম্মত পণ্য বিক্রয় (ঘ) কঠোর তদারকি
৪. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়?
(ক) ২৬ মে (খ) ২৮ এপ্রিল (গ) ২৭ এপ্রিল (ঘ) ২৬ এপ্রিল
৫. বাংলাদেশে কোন ব্যবসায় নিবন্ধন করা ঐচ্ছিক?
(ক) রাষ্ট্রীয় (খ) অংশীদারি (গ) কোম্পানি (ঘ) সমবায়
৬. ব্যান্ডবকস, কেএফসি, পিজ্জাহাট কোন ধরনের ব্যবসায়?
(ক) একমালিকানা (খ) অংশীদারি (গ) যৌথমূলধনী (ঘ) ফ্রানসাইজিং
৭. আমিন খান পটুয়াখালীর পৌর এলাকায় একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় করতে চান। এ জন্য তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে?
(ক) জেলা প্রশাসক (খ) থানা নির্বাহী কর্মকর্তা (গ) পৌর কর্তৃপক্ষ (ঘ) জেলা পরিষদ
৮. মেধা সম্পদের অন্তর্ভুক্ত-
i. পেটেন্ট রর. নিবন্ধন iii. কপিরাইট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. মেহেদী বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চডুবিতে মারা গেল। একটি বীমা কোম্পানি তার পূর্বে গৃহীত বীমা পলিসি বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়।
৯. মি. মেহেদীর গৃহীত বীমা কোনটি?
(ক) দুর্ঘটনা বীম (খ) নৌ বীমা (গ) জীবন বীমা (ঘ) বিশ্বস্ততা বীমা
১০. মি. মেহেদীর বীমার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. এটি ক্ষতিপূরণের চুক্তি
ii. এটি সবচেয়ে জনপ্রিয়
iii. মৃত্যু না হলেও অর্থ পাবেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১. কীসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য মালিকানা প্রদান করা হয়?
(ক) পেটেন্ট (খ) কপিরাইট (গ) লাইসেন্স (ঘ) ট্রেডমার্ক
১২. কোনটি রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়?
(ক) পেটেন্ট (খ) কপিরাইট (গ) ট্রেডমার্ক (ঘ) লাইসেন্স
১৩. কপিরাইট ব্যবসায় উদ্যোক্তার কী?
(ক) দায় (খ) আয় (গ) ব্যয় (ঘ) সম্পদ
১৪. বাধ্যতামূলক সার্টিফিকেটের আওতাধীন পণ্যের তালিকা সংরক্ষণ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
(ক) বেসিক (খ) বিএসটিআই (গ) বিসিক (ঘ) বিটাক
১৫. কপিরাইট আইন চুক্তিপত্রে উল্লেখ থাকে- i. মেয়াদ ii. রেজিস্ট্রেশন iii. রয়্যালটির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬. দেশের একটি প্রসিদ্ধ ইন্স্যুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসেবে ৫,০০,০০০ টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
(ক) নিজের কাছে গচ্ছিত রাখে
(খ) সরকারের নিকট জমা দেয়
(গ) ব্যাংকে জমা রাখে
(ঘ) বিনিয়োগ করে
১৭. ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক কী?
(ক) অর্থ (খ) ব্যাংক (গ) বীমা (ঘ) পরিবহন
১৮. বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
(ক) ঝুঁকিগত (খ) অর্থগত (গ) জ্ঞানগত (ঘ) বুদ্ধিগত
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
চলচ্চিত্রকার আমজাদ হোসেন তার একটি চলচ্চিত্র প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকদের সঙ্গে একটি চুক্তি করে সিনেমা প্রদর্শন করে বেশ লাভবান হন।
১৯. আমজাদ হোসেন কোন ধরনের চুক্তি করেন?
(ক) পেটেন্ট (খ) ট্রেডমার্ক (গ) কপিরাইট (ঘ) ব্যবসায়িক
২০. আমজাদ হোসেনের চুক্তি-
i. ব্যবসায়ে সাফল্যতা আনয়নে সহায়তা করে
ii. ব্যবসায়ে জনপ্রিয়তা আনয়নে সহায়তা করে
iii. অন্য কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পেতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১. কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য?
(ক) অগ্নি বীমা (খ) শস্য বীমা (গ) জীবন বীমা (ঘ) নৌ বীমা
২২. বীমার সামাজিক গুরুত্ব কোনটি?
(ক) জাতীয় সম্পদ রক্ষা করা
(খ) ব্যক্তিগত সম্পদ রক্ষা
(গ) বিনিয়োগ ও শিল্পায়ন
(ঘ) বৈদেশিক বাণিজ্যের প্রসার
২৩. বীমা প্রিমিয়াম বিমাকরীর লাভে পরিণত হয় যখন বীমাগ্রহীতার-
i. মেয়াদ পূর্তি না হয় ii. ক্ষতি না হয় iii. মৃত্যু না ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪. মি. হানিফ পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ২০ বছরের জন্য ২ লাখ টাকার একটি জীবন বীমা করেন। তাকে বছরে ৪টি কিস্তি দিতে হলে প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে?
(ক) ২,৩০০ টাকা (খ) ২,৪০০ টাকা (গ) ২,৫০০ টাকা (ঘ) ২,৬০০ টাকা
২৫. পণ্য বাজারজাতকরণের জনপ্রিয় উপায়ের নাম কী?
(ক) কপিরাইট (খ) পেটেন্ট (গ) ট্রেডমার্ক (ঘ) ফ্রানসাইজিং
২৬. বর্তমানে কম্পিউটারের কোনটি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়?
(ক) হার্ডওয়ার (খ) সফটওয়ার (গ) হার্ডডিস্ক (ঘ) ফ্লপিডিস্ক
২৭. কম্পিউটার সফটওয়ার আবিষ্কার কোনটি দ্বারা সংরক্ষণ?
(ক) পেটেন্ট (খ) পণ্য প্রতীক (গ) ট্রেডমার্ক (ঘ) কপিরাইট
২৮. কোন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না?
(ক) নৌবীমা (খ) অগ্নি বীমা (গ) জীবন বীমা (ঘ) দুর্ঘটনা বীমা
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
হাফসা ও আবিদা সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশে এ ব্যবসায়টি নিবন্ধন বাধ্যতামূলক নয়। তথাপি তারা এটি নিবন্ধনের ইচ্ছা পোষণ করলেন।
২৯. হাফসা ও আবিদার ব্যবসায়টি কোন ধরনের?
(ক) অংশীদারী ব্যবসায়
(খ) প্রাইভেট লি. কোম্পানি
(গ) পাবলিক লি. কোম্পানি
(ঘ) সমবায় ব্যবসায়
৩০. উদ্দীপকের ব্যবসায়টি নিবন্ধিত হলে-
i. চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা করতে পারবে
ii. অসাধুতা ও প্রতারণার প্রবণতা হ্রাস করা যাবে
iii. ১০০ টাকা পর্যন্ত পাওনা আদায়ে আদালতে মামলা দায়ের করতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরমালা : ১। ঘ, ২। ক, ৩। গ, ৪। ঘ, ৫। খ, ৬। ঘ, ৭। গ, ৮। খ, ৯। গ, ১০। গ, ১১। ক, ১২। ক, ১৩। ঘ, ১৪। খ, ১৫। খ, ১৬। ঘ, ১৭। গ, ১৮। ক, ১৯। গ, ২০। খ, ২১। গ, ২২। ক, ২৩। গ, ২৪। গ, ২৫। ক, ২৬। খ, ২৭। ক, ২৮। গ, ২৯। ক, ৩০। ক।

No comments

Powered by Blogger.