Header Ads

নবম-দশম শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


নবম-দশম শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চতুর্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
১। কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
ক) নান্দনিকতার জন্য
খ) বার বার ব্যবহারের জন্য
গ) পুনর্বিন্যাস করার জন্য
ঘ) কপি সুবিধার জন্য
সঠিক উত্তর : খ
২। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
ক) নিউ খ) ওপেন
গ) সেইভ ঘ) সেইভ এজ
সঠিক উত্তর : ঘ
৩। স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে-
i) লেখালেখি করা সহজ
ii) সূত্র ব্যবহার করা যায়
iii) উপাত্ত বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : গ
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সঙ্গে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।
৪। সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?
ক) ওয়ার্ড প্রসেসর খ) স্প্রেডশিট
গ) গ্রাফিক্স ঘ) ডেটাবেজ
সঠিক উত্তর : ক
৫। সৌমিত্রকে তার পেশাগত কাজে-
i) টেমপ্লেট ব্যবহার করতে হয়
ii) সূত্র ব্যবহার করতে হয়
iii) উপাত্ত বিন্যাস করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ

2 comments:

Powered by Blogger.