বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ২০১৭
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
সৃজনশীল মডেল টেস্ট
সময়- ৩ ঘণ্টা : পূর্ণমান- ৭০+৩০ = ১০০সৃজনশীল : মান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
১। ১ম ধাপ
২য় ধাপ ৩য় ধাপ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের রেখাচিত্র
উপরের রেখাচিত্রটি লক্ষ্য করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ক্র্যাক প্লাটুন কী? ১
খ. “অপারেশন জ্যাকপট” বলতে কী বোঝায়? ২
গ. রেখাচিত্রের দ্বিতীয় ধাপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন বিষয়টিকে নির্দেশ করছে, ব্যাখ্যা কর। ৩
ঘ. “রেখাচিত্রে ৩য় ধাপ হলো ১ম ধাপ ও ২য় ধাপের চূড়ান্ত ফলাফল।” এ বিষয়ে তোমার মতামত দাও। ৪
২। বরিশালের মেয়ে সালমা সালোয়ার, কামিজ ও শাড়িতে সুঁই, সুতা, পুতি-চুমকি, শামুক-ঝিনুক দিয়ে হাতে নকশা তৈরি করেন। এগুলো ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তিনি এলাকার হতদরিদ্র গৃহিণী ও বিদ্যালয়ে ঝরে পড়া মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কাজ করান। বর্তমানে তারা সবাই স্বাবলম্বী। ঝরে পড়া মেয়েদের সালমার স্বামী নৈশ বিদ্যালয়ে ভর্তি করে পড়াশুনার সুযোগ করে দিয়েছেন। ফলে তারা সবাই দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক উন্নয়নেও ভূমিকা রাখছে।
ক. বাঙালি মননের প্রতীক কি? ১
খ. বাঙালি প্রথম সাহিত্য কর্মের ব্যাখ্যা দাও। ২
গ. উদ্দীপকে বর্ণিত সালমার শিল্প কর্মটি বাংলাদেশের কোন শিল্পের অর্ন্তভুক্ত? ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি উন্নয়নে নারীদের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। ৪
৩। মাহী ও ঐশী দুই ভাইবোন। ঈদের দিন বিকালে তারা পুরান ঢাকায় উনিশ শতকে তৈরি একটি স্থাপত্য কর্ম দেখে খুব মুগ্ধ হয়, যেটি হলো একটি পার্ক। বাসায় এসে তারা তাদের বাবাকে পার্কটি সম্পর্কে জিজ্ঞেস করলে, বাবা বলেন, এই পার্কটির সঙ্গে বাংলার স্বাধীনার এক মর্মান্তিক ঘটনা জড়িত।
ক. সিতারা বেগম মসজিদ কোথায় অবস্থিত? ১
খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত মাহী ও ঐশী যে স্থাপত্যকর্ম দেখে মুগ্ধ হয়েছিল তার নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত পার্কটি কীভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত-তা আলোচনা কর। ৪
৪। কুষ্টিয়া জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র হাবীব। বাবার মৃত্যুর পরে মায়ের সঙ্গে শহরে একটি বাসায় ভাড়া থাকে। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করাসহ সার্বক্ষণিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। মা স্বল্পশিক্ষিত হলেও সে খুব পরিপাটি, সহনশীল, সহযোগিতাপূর্ণ ও মার্জিত স্বভাবের অধিকারী। বড়বোন মাবিয়া এবার এসএসসি পাস করেছে। সে ঘরে বসে অনলাইনে ভর্তি ফরম পূরণ করছে। সে নিয়মিত ফেসবুক ব্যবহার করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
ক. ই-কসার্মের পূর্ণরূপ লেখ। ১
খ. সামাজিকীকরণে ই-মেইলের ভূমিকা কিরূপ? ২
গ. উদ্দীপকে বর্ণিত হাবীবের সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মাবিয়ার মতো শিক্ষার্থীদের ক্ষেত্রে তথ্য যোগাযোগ ও ফেসবুকের নেতিবাচক দিকগুলো আলোচনা কর। ৪
৫। হাসনাত সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি তার এলাকার বেকার তরুণ-তরুণীদের আর্থিক স্বচ্ছলতার জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। সেখানে তিনি বেকার তরুণ-তরুণীদের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছেন।
ক. PCI-এর পূর্ণরূপ লেখ। ১
খ. মানবসম্পদ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে জনাব হাসনাত সাহেব তার এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কোন কৌশলটি গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. “জনাব হাসনাত সাহেবের গৃহীত পদক্ষেপটি মানবসম্পদ উন্নয়নে একমাত্র কৌশল নয়।” এ ব্যাপারে তোমার নিজস্ব মতামত দাও। ৪
৬। রত্না হালদার সন্ধ্যায় চা তৈরি করছিলেন, তার মেয়ে পড়ার ঘরে পড়ছিল। হঠাৎ করেই রত্না হালদার যেন মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলেন, দাঁড়াতে পারছিলেন না, সামনের দেয়ালটি যেন সামনে, পিছনে আসা-যাওয়া করছিল। মেয়ে ভয়ে চিৎকার করে মাকে ডাকল এবং বলল তার টেবিলটি যেন কে নাড়াচ্ছে। কিছু না বুঝেই তার শক্ত টেবিলের নিচে আশ্রয় নিল।
ক. সমুদ্র পৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ১
খ. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের ভূমিকা লেখ। ২
গ. উদ্দীপকে বর্ণিত অবস্থাটি কিসের ইঙ্গিত বহন করছে- ব্যাখ্যা কর। ৩
ঘ. উপরোক্ত পরিস্থিতিতে রত্ন হালদার এবং তার মেয়ের গৃহীত ব্যবস্থা কি যথেষ্ট ছিল? তোমার উত্তরের স্বপক্ষে বক্তব্য উপস্থাপন কর। ৪
৭। ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীগণ কুয়াকাটায় শিক্ষা সফরে যায়। সেখানে তারা সমুদ্রের তীরবর্তী স্থানসমূহে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে পরিচিত হয়। তাদের ভাষা, চাল-চলন, পেশা ইত্যাদি সম্পর্কে জানে। তারা আরও জানতে পারে যে, উক্ত নৃ-গোষ্ঠীর আদিবাস বার্মার আরাকানে।
ক. উদ্দীপকে উল্লিখিত নৃ-গোষ্ঠীর লোক নিজেদের কী নামে পরিচয় দিতে ভালোবাসে? ১
খ. “গারোদের সমাজ মাতৃসূত্রীয়”-কথাটি বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত নৃ-গোষ্ঠীর পরিচয় দাও। ৩
ঘ. “উক্ত নৃ-গোষ্ঠীর সঙ্গে মারমাদের ধর্মীয় জীবনের সাদৃশ্য রয়েছে”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪
৮। জামানের বয়স মাত্র ১৪ বছর। বাবা-মা উভয়েই দিনমজুর। সে বাস ও রেলস্টেশনে কাগজ কুড়ায়। দরিদ্রতার কষাঘাত থেকেই সে ধূমপান শুরু করে। মাঝে মাঝে চাকু ও ছোরার ভয় দেখিয়ে যাত্রীদের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
ক. শারীরিক ও মানসিক ত্রুটি শিশুমনে কিসের জন্ম দেয়? ১
খ. মাদকাসক্তির সূত্রপাত ঘটে কীভাবে? ২
গ. উদ্দীপকে যে সামাজিক সমস্যাটির কথা বলা হয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্তবিনোদনের ব্যবস্থা কীভাবে জামানের মতো শিশু-কিশোরদের উক্ত সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে- ব্যাখ্যা কর। ৪
৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছে। সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যগণও শান্তি বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করছে। উক্ত সংস্থার একটি সংগঠনের প্রধান কয়েকটি বিশেষ সংগঠনও বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উক্ত সংস্থার একটি সংগঠনের প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
ক. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ১
খ. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ২
গ. উদ্দীপকটির শেষাংশে আন্তর্জাতিক সংস্থাটির কোন সংগঠনটিকে ইঙ্গিত করছে-ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশে উক্ত সংগঠনটির ভূমিকা আলোচনা কর। ৪
বহুনির্বাচনী অভীক্ষা : ৩০
১. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল?
ক) ১১৭৬ খ) ১২৭৬ গ) ১৩৭৬ গ) ১৪৭৬
২. সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়?
ক) ঢাকা খ) সোনারগাঁও গ) জাহাঙ্গীরনগর ঘ) পানাম নগর
৩. প্রত্নসম্পদ বলতে বোঝায়-
i) প্রাচীন আমলের মুদ্রা
ii) বিশ্বাস ও কুসংস্কার
iii) পুরনো মূলবান আসবাবপত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii খ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
ফারদিন টেলিভিশনে একটি ঐতিহাসিক নাটকে দেখতে পেল, একজন নবাব দেশ শাসন করলেও তাকে জবাবদিহি করতে হয়। দেশের জন্য অর্থ ব্যয় করতে হলে তাকে বিশেষ একটি কোম্পানির কাছে যেতে হয়।
৪. ফারদিনের দেখা নাটকে কোন ঐতিহাসিক শাসন ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে?
ক) সুলতানি শাসন খ) দ্বৈত শাসন
গ) মুঘল শাসন ঘ) ইংরেজ শাসন
৫. উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থার ফলে-
i) দুর্ভিক্ষ দেখা দেয়
ii) প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয়
iii) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii খ) i, ii ও iii
৬. মনন চর্চার জন্য প্রয়োজন-
ক) গ্রন্থাগার খ) উন্নত যোগাযোগ ব্যবস্থা গ) দক্ষ শাসক ঘ) সমৃদ্ধ নগরী
৭. যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে?
ক) ১৯৪৭ খ) ১৯৫২ গ) ১৯৫৪ ঘ) ১৯৭০
৮. করিম সাহেব দীর্ঘ পাঁচ বছর যাবৎ সৌদি আরবে বসবাস করেন। সেখান থেকে তিনি প্রতি মাসে বাংলাদেশে বসবাসরত তার পরিবারের কাছে অর্থ প্রেরণ করেন। করিম সাহেবের বাংলাদেশে প্রেরিত অর্থ হলো-
ক) টাকা খ) রেমিটেন্স গ) ডলার ঘ) রিয়াল
৯. দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উপায় হলো-
ক) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ
খ) উচ্চ সুদে ঋণ দান
গ) বিদেশে জনশক্তি রফতানি
ঘ) অধিক কল-কারখানা স্থাপন
১০. ২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল কত শতাংশ?
ক) ১৭.৫৪ খ) ১৮.৫৪ গ) ১৯.৫৪ ঘ) ২০.৫৪ [চলবে]
Post a Comment