৮ম শ্রেণিঃ বিজ্ঞান
৮ম শ্রেণিঃ বিজ্ঞান
মহাকাশ ও উপগ্রহ
১। মহাবিশ্বের গ্রহগুলোকে আলোর তীব্রতা অনুসারে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২ √খ) ৩ গ) ৪ ঘ) ৫
২। পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?
i) মিল্কিওয়ে ii) ছায়াপথ iii) আলফা সেন্টোরি
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) র, ii ও iii
৩। সৌরজগতের দ্রুততম গ্রহ নিচের কোনটি?
√ক) বুধ খ) শনি গ) মঙ্গল ঘ) নেপচুন
৪। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে?
ক) প্রায় ৪০০ সেকেন্ড খ) প্রায় ৪৫০ সেকেন্ড
√গ) প্রায় ৫০০ সেকেন্ড ঘ) প্রায় ৬০০ সেকেন্ড
খাদ্য ও পুষ্টি
৫। ১০০ গ্রাম চাল থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
ক) ৩৩৫-৩৪০ খ) ৩৪০-৩৪৫
√গ) ৩৪৫-৩৪৯ ঘ) ৩৪৯-৩৫৫
৬। মানুষের কাজ করার সামর্থ্য প্রধানত নির্ভর করে-
i. বিপাক ক্রিয়ার কার্যক্রম চালানোর উপর দৈহিক পরিশ্রমের উপর
ii. খাদ্য গ্রহণের উপর iii. দৈহিক পরিশ্রমের উপর
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও ii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
তপুর বয়স তিন বছর। তার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না এবং খাওয়ায় অরুচি হয়। সে প্রায়ই পেটের পীড়ায় ভোগে এবং তার শরীর ফুলে যায়।
৭। তপু কোন রোগে ভুগছে?
ক) রিকেটস খ) কিটোসিস গ) মেরাসমাস √ঘ) কোয়াশিয়রকর
৮। যে খাদ্যগুলোর অভাবে তপুর এ রোগ হয়েছে, তা হল-
i. মাছ, মাংস ও পানির ii. ডাল, বাদাম ও ছোলা
iii. লিচু, তরমুজ ও আনারস
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের ছকের আলোকে ৯-১০ নং প্রশ্নের উত্তর দাও।
ভিটামিনের নাম উৎস
ঢ ভোজ্যতেল, শস্যদানা, যকৃৎ এবং মাছ-মাংসের চর্বি
ণ সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন
তেল ও যকৃৎ
৯। ণ কোন ধরনের ভিটামিন?
ক) ‘এ’ খ) ‘সি’ গ) ‘ডি’ √ঘ) ‘কে’
১০। X ভিটামিনের কাজ কী?
√ক) কোষ গঠনে সহায়তা করে
খ) দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা
গ) রক্ত প্রবাহে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা
ঘ) দেহে তাপের সমতা রক্ষা করা
১১। X ভিটামিনের অভাবে-
i. শিশুদের রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়
ii. বালকদের শ্বেতকণিকা বিনষ্ট হয়
iii. বয়স্কদের হাড় দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
ক) ‘এ’ খ) ‘সি’ গ) ‘ডি’ √ঘ) ‘কে’
১০। X ভিটামিনের কাজ কী?
√ক) কোষ গঠনে সহায়তা করে
খ) দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা
গ) রক্ত প্রবাহে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা
ঘ) দেহে তাপের সমতা রক্ষা করা
১১। X ভিটামিনের অভাবে-
i. শিশুদের রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়
ii. বালকদের শ্বেতকণিকা বিনষ্ট হয়
iii. বয়স্কদের হাড় দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
Post a Comment