Home
/
Academic
/
Class IX-X
/
Paper Cutting
/
Public Exam
/
SSC
/
SSC Cut
/
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রভাষক, আইসিটি বিভাগ,
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
দ্বিতীয় অধ্যায় :কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
৩। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক) তথ্য খ) উপাত্ত
গ) কম্পিউটার ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর : ক
৪। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে-
i) হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii) এন্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না
iii) অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।
৫। কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?
ক) অপারেটিং সিস্টেম সফটওয়্যার
খ) ভাইরাস সফটওয়্যার
গ) ইউটিলিটি সফটওয়্যার
ঘ) এন্টিভাইরাস সফটওয়্যার
সঠিক উত্তর: খ
৬। এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে-
i) অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে
ii) রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে
iii) মেমোরি কম দেখাতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
তৃতীয় অধ্যায় : আমার শিক্ষায় ইন্টারনেট
১। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
ক) ডেস্কটপ পিসি খ) ট্যাবলেট পিসি
গ) স্মার্টফোন ঘ) ইন্টারনেট সংযোগ
সঠিক উত্তর: ঘ
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক) কম্পিউটার খ) টেলিভিশন গ) ইন্টারনেট ঘ) স্মার্টফোন
সঠিক উত্তর : ক
৩। ডিজিটাল কনটেন্ট হলো-
i) ই-বুক, ব্লগ পোস্ট ও ই-নিবন্ধ
ii) ইনফো-গ্রাফিকস ও এনিমেটেড ছবি
iii) অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
ধ্যনবাদ
ReplyDelete