Header Ads

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ঃ সঠিক উত্তরঃ বৃটিশ শাসন

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় 

সঠিক উত্তরটি লেখঃ বৃটিশ শাসন

১. কিসের উদ্দেশ্যে ইংরেজরা এদেশে আসে ?
ক. বাণিজ্য করা খ. শিক্ষা প্রচার গ. ধর্ম প্রচার ঘ. চাকুরি

(২) কত সালে ইংরেজ শাসনের সূচনা হয়?
ক. ১৯১৬ সালের ২৩ শে জুন
খ. ১৯৫৬ সালের ২৫ শে জুন
গ. ১৯৫৮ সালের ২৬ শে জুন
ঘ. ১৭৫৭ সালের ২৩ শে জুন।

(৩) ইংজেরা এদেশে রাজত্ব করে
ক. দুশো বছর খ. তিনশো বছর গ. চারশো বছর ঘ. ছয়শো বছর

(৪) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
ক. জগেশঠ খ. সিরাজউদ্দৌলা গ. আলিবর্দী খাঁ ঘ. রায় দুর্লভ

(৫) কত তারিখে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় ?
ক. ১৭৫৭ সালের ২৩ শে জুন 
খ. ১৭৫৭ সালের ২৫ শে জুন
গ. ১৭৫৭ সালের ২৬শে জুন
ঘ. ১৭৫৭ সালের ২৭ শে জুন।

(৬) এদেশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন চালায় ?
ক. ১৭৫৭ — ১৮৫৭
খ. ১৭৬৭— ১৮৬৭
গ. ১৯৫৭—১৯৯৭
ঘ. ১৯০১— ১৯৯৯

(৭) সিপাহী বিদ্রোহ ঘটে কত সালে ?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৬৫ সালে গ. ১৮৫৭ সালে ঘ. ১৮৬৫ সালে

(৮) বৃটিশ সরকার কত সালে সরাসরি ভারতের শাসনভার হাতে তুলে নেয় ?
ক. ১৮৫৮ সালে খ. ১৭৫৭ সালে গ. ১৯৬৭ সালে ঘ. ১৮৬৫ সালে

(৯) বৃটিশ শাসনের অবসান হয় কত সালে ?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৭ সালে গ. ১৯৭১ সালে ঘ. ১৯৩০ সালে

(১০) ক. ছিয়াত্তরের মন্বন্তর বাঙলার কত সালে ঘটে ?
ক. ১২৭৬ সালে খ. ১১৭৬ সালে ঘ. ১২৭৫ সালে ঘ. ১১৫৮ সালে

(১১) বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত ?
ক. রায় দুর্লভ খ. তিতুমীর গ. জগেশঠ ঘ. হাজী শরীয়তুল্লাহ

(১২) সিপাহী বিদ্রোহ প্রথম কার নেতৃত্বে শুরু হয় ?
ক. তিতুমীর খ. শিব চরণ গ. সিপাহী মঙ্গল পাণ্ডে ঘ. আমির শেখ

(১৩) ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল কত সালে গঠিত হয়?
ক. ১৭০৫ সালে খ. ১৮৮৫ সালে গ. ১৮০৫ সালে ঘ. ১৯৮৫ সালে

(১৪) বঙ্গভঙ্গ রদ হয় কত সালে ?
ক. ১৯০৫ সালে খ. ১৯১২ সালে গ. ১৯১১ সালে ঘ. ১৯০৬ সালে

(১৫) ঢাকায় ভারতীয় মুসলীম লীগ নামে রাজনৈতিক দল কত সালে আত্মপ্রকাশ করে ?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯০৪ সালে ঘ. ১৯১১ সালে

(১৬) কোথায় সিপাহী বিদ্রোহের বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দেওয়া হয়?
ক. ঢাকার বাহাদুর শাহ পার্কে
খ. ঢাকার রমনা পার্কে
গ. ঢাকার রেসকোর্স ময়দানে
ঘ. ঢাকার শাহবাগে

(১৭) ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহী বিদ্রোহ খ. বাংলা ভাগ গ. ভারত বিভক্তি ঘ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ

(১৮) কে নব জাগরণের অগ্রদূত ছিলেন ?
ক. ক্ষদিরাম খ. চিত্তরঞ্জন দাস গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(১৯) কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ.১৯৪৯ ঘ. ১৯৫০

(২০) নারী জাগরণের অগ্রদূত ছিলেন—
ক. বেগম রোকেয়া খ. হেমা দাস গ. প্রীতিলতা ঘ. দেবী চৌধুরানী

(২১) কোন শতকে ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে এদেশে আসে ?
ক. সতের শতক খ. ষোলো শতক গ. আঠারো শতক ঘ. চীেদ্দ শতক

(২২) বৃটিশ ইস্ট-ইণ্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ?
ক. ১৫০০ সালে খ. ১৫৫০ সালে গ. ১৬০০ সালে ঘ. ১৭০০ সালে

(২৩) নিচের কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত ?
ক. নতুন ভবন খ. শিল্প সাহিত্য গ. জন্মহার ঘ. সিপাহি বিদ্রোহ

উত্তর :(২৩) খ. শিল্প সাহিত্য (২২) গ. ১৬০০ সালে (২১) ক. সতের শতক (২০) ক. বেগম রোকেয়া (১৯) খ. ১৯৪৭ (১৮) ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৭) খ. বাংলা ভাগ (১৬) ক. ঢাকার বাহাদুর শাহ পার্কে (১৫) খ. ১৯০৬ সালে (১৪) গ. ১৯১১ সালে (১৩) খ. ১৮৮৫ সালে (১২) গ. সিপাহী মঙ্গল পাণ্ডে (১১) খ. তিতুমীর (১০) খ. ১১৭৬ সালে (৯) ক. ১৯৪৭ সালে (৮) ক. ১৮৫৮ সালে (৭) গ. ১৮৫৭ সালে (৬) ক. ১৭৫৭ — ১৮৫৭ (৫) ক. ১৭৫৭ সালের ২৩ শে জুন (৪) খ. সিরাজউদ্দৌলা (৩) ক. দুশো বছর (২) ঘ. ১৭৫৭ সালের ২৩ শে জুন। (১) ক. বাণিজ্য করা

No comments

Powered by Blogger.