Header Ads

জেনে নিনঃ প্রতিযোগীতামূলক পরিক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য

জেনে নিনঃ প্রতিযোগীতামূলক  পরিক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ





১) ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? উঃ  ১৭ নভেম্বর, ১৯৯৯
২) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? উঃ  ভুটান
৩) জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? উঃ  দ্যাগ হ্যামারশোল্ড
৪) এপিকালচার কী? উঃ র মৌমাছি পালন বিদ্যা
৫) অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে? উঃ  ব্রেইল
৬) টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? উঃ  ব্রেন্ডন ম্যাককালাম
৭) মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালুকদারের নিজ জেলা কোনটি? উঃ  বরগুনা
৮) মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল- উঃ . পুন্ড্রনগর 
৯) কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়? উঃ বরিশাল
১০) সিসমোগ্রাফ কী? উঃ ভূমিকম্প মাপক যন্ত্র
১১) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উঃ হামিদুর রহমান
১২) মালেশিয়ার মুদ্রার নাম কী? উঃ  রিংগিট 
১৩) হিউম্যান প্যাপিলোমা কী? উঃ  ভাইরাস 
১৪) ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ কবে? উঃ  ২৮ মে 
১৫) ইনসুলিন কে আবিষ্কার করেন? উঃ  ফ্রেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট

No comments

Powered by Blogger.