Header Ads

বিজ্ঞান

বিজ্ঞান


মো. কামরুজ্জামান

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

মহাকাশ ও উপগ্রহ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৫৮৮। আলোক তীব্রতা অনুসারে মহাবিশ্বের নক্ষত্রগুলোর বর্ণের সঠিকক্রম কোনটি?

ক) লাল >নীল> হলুদ √খ) লাল > হলুদ> নীল

গ) হলুদ>লাল >নীল ঘ) নীল> হলুদ> লাল

৫৮৯। উপগ্রহের সংখ্যানুসারে গ্রহগুলোর সঠিক ক্রম কোনটি?

ক) পৃথিবী < ইউরেনাস < বৃহস্পতি < নেপচুন

খ) পৃথিবী < শনি < নেপচুন < মঙ্গল

গ) পৃথিবী < নেপচুন < ইউরেনাস < মঙ্গল

√ঘ) পৃথিবী < মঙ্গল < ইউরেনাস < শনি

৫৯০। কোন কৃত্রিম উপগ্রহের সাহায্যে আকাশে বিমানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়?

√ক) নৌপরিবহন উপগ্রহ খ) গোয়েন্দা উপগ্রহ

গ) আবহাওয়া উপগ্রহ ঘ) যোগাযোগ উপগ্রহ

৫৯১। কৃত্রিম উপগ্রহ-

i) রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়

ii) চাঁদের তুলনায় অনেক বড়

iii) পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫৯২। যোগাযোগ উপগ্রহ পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বয়ে নিয়ে যায়-

i) টেলিভিশন প্রোগ্রাম ii) আবহাওয়ার পূর্বাভাস

iii) টেলিফোন সংবাদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৯৩-৫৯৫ নং প্রশ্নের উত্তর দাও

A ও B দুটি কৃত্রিম উপগ্রহ। A কৃত্রিম উপগ্রহটি যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের অবস্থান নির্ণয়ে এবং B কৃত্রিম উপগ্রহটি জাহাজের যাত্রাপথে হিমবাহের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয়।

৫৯৩। A কৃত্রিম উপগ্রহটির নাম কি?

√ক) গোয়েন্দা উপগ্রহ খ) নৌপরিবহন উপগ্রহ

গ) আবহাওয়া উপগ্রহ ঘ) যোগাযোগ উপগ্রহ

৫৯৪। উল্লিখিত ব্যবহার ছাড়াও ই কৃত্রিম উপগ্রহটি ব্যবহৃত হয়-

i) মাটি দূষণ নির্ণয়ে ii) শব্দ দূষণ নির্ণয়ে

iii) পানি দূষণ নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫৯৫। A ও B কৃত্রিম উপগ্রহদ্বয়কে পৃথিবীর প্রায় ২৫০ কি.মি. উপরে তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রায় ৮ কি.মি./সেকেন্ড বেগ প্রদান করলে কী ঘটবে?

ক) চাঁদের কাছাকাছি পৌঁছাবে

√খ) পুড়ে ছাই হয়ে যাবে

গ) পৃথিবীর চারদিকে বৃত্তাকার পথে অনবরত ঘুরতে থাকবে

ঘ) পৃথিবীর সমান গতিপ্রাপ্ত হবে

৫৯৬। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য প্রয়োজন-

ক) কেন্দ্রবিমুখী বল খ) চৌম্বক বল

√গ) কেন্দ্রমুখী বল ঘ) তড়িৎ বল

No comments

Powered by Blogger.