Header Ads

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান


মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কাজ, ক্ষমতা ও শক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৮। কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ কি বুঝায়?
উত্তর : বস্তুটির ত্বরণ সৃষ্টি করা।
৯৯। সকল সচল বস্তুতেই কী থাকে?
উত্তর : গতি শক্তি।
১০০। বস্তুর গতিশক্তি নির্ভরশীল কিসের উপর?
উত্তর : ভর।
১০১। কিসের উপর গতিশক্তি নির্ভর করে? উত্তর : বেগ।
১০২। স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত শক্তিকে কী বলে? উত্তর : বিভব শক্তি।
১০৩। কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?
উত্তর : ভরের সমানুপাতিক।
১০৪। বিভব শক্তি ব্যবহার করার আগে এটি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : গতি শক্তি।
১০৫। ৬০ শম ভরের একজন দৌড়বিদের বেগ গতিশক্তি কত? উত্তর: ১৪৭০ঔ
১০৬। গাছের পাতা ও কাণ্ড রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কীসে পরিণত হয়? উত্তর : কয়লা।
১০৭। প্রাকৃতিক গ্যাসের সৃষ্টির মূল কারণ কী?
উত্তর : পৃথিবীর অভ্যন্তরীণ চাপ ও তাপ।
১০৮। পেট্রোলিয়াম কী শব্দ?
উত্তর : ল্যাটিন।
১০৯। ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ কী?
উত্তর : পাথর।
১১০। শক্তির অন্যতম উৎস কী? উত্তর : খনিজ তেল।
১১১। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী?
উত্তর : কয়লা ।
১১২। পানির স্রোত ও জোয়ার ভাটাকে ব্যবহার করে কোনটি উৎপাদন করা যায়? উত্তর : শক্তি।
১১৩। কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের জন্য কি ব্যবহৃত হয়? উত্তর : সৌরকোষ।
১১৪। পানির স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কী?
উত্তর: জলবিদ্যুৎ।
১১৫। প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে কোনটির সমন্বয়ে তড়িৎ উৎপাদন করা হয়?
উত্তর : চৌম্বক শক্তি।
১১৬। ধাতব প্রতিফলকের সাহায্যে সূর্যরশ্মিকে ব্যবহার করে কী তৈরি করা হয়?
উত্তর: সৌরচুল্লী।
১১৭। সূর্যরশ্মি হতে আগুন জ্বালানোর জন্য কী ব্যবহার করা হয়? উত্তর : দর্পণ।
১১৮। জীবাশ্ম জ্বালানিতে কী বিদ্যমান?
উত্তর : সঞ্চিত সৌরশক্তি।
১১৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর : মিথেন।
১২০। অলিয়াম শব্দের অর্থ কী?
উত্তর : তেল।
১২১। পেট্রোলিয়াম কুপ কি পাওয়া যায়?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
১২২। বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন।

No comments

Powered by Blogger.