বাংলা দ্বিতীয়পত্র
বাংলা দ্বিতীয়পত্র
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭২৩. ‘শাপেবর’ বাগধারাটির দ্বারা কী অর্থ বোঝায়?
ক. উভয় সংকট খ. চির অশান্তি
√গ. অনিষ্টের ইষ্ট লাভ ঘ. দুঃসাধ্য বস্তু
৭২৪. ‘সাক্ষী গোপাল’- বাগধারাটির অর্থ কোনটি?
ক. অপদার্থ খ. মূর্খ
গ. নিরেট বোকা √ঘ. নিষ্ক্রিয় দর্শক
৭২৫. কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. দুধের মাছি √খ. শরতের শিশির
গ. সুখের পায়রা ঘ. লক্ষ্মীর বরযাত্রী
৭২৬. কোন বাক্যটির অর্থ ভিন্ন?
ক. মনিকাঞ্চন যোগ খ. সোনায় সোহাগা
√গ. আদায় কাঁচকলায় ঘ. আমদুধে মেশা
৭২৭. ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস √খ. একাদশে বৃহস্পতি
গ. অন্ধকার দেখা ঘ. কেউকেটা
৭২৮. কোন বাগ্ধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক?
√ক. অন্ধের যষ্ঠি/অন্ধের নড়ি
খ. ঢাকের কাঠি /ঢাকের বায়া
গ. পটল তোলা/অক্কা পাওয়া
ঘ. সাপে-নেউলে/দা-কুমড়া
৭২৯. ‘শকুনি মামা’র অর্থ কী?
ক. কুৎসিত মামা খ. সৎ মামা
√গ. কুচক্রী লোক ঘ. পাতানো মামা
৭৩০. কোন বাগধারাটির অর্থ ‘সুবিধা করা’?
ক. হাটে হাঁড়ি ভাঙা √খ. হালে পানি পাওয়া
গ. বাঁ হাতের ব্যাপার ঘ. ছিনিমিনি খেলা
৭৩১. “সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন”-প্রবচন কোনটি?
ক. নদী নারী শৃঙ্গীধাত্রী এ তিনে না বিশ্বাস করি
√খ. কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস
গ. উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়
ঘ. নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মারমার
৭৩২. “ধরি মাছ না ছুঁই পনি”- এর সমার্থক প্রবাদ কোনটি?
ক. কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
√খ. যাতে সাপও মরে লাঠিও না ভাঙে
গ. রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ
ঘ. সাপের হাঁচি বেদেয় চেনে
৭৩৩. “ধান ভানতে শিবের গীত”-এ প্রবাদটি দিয়ে কী বোঝায়?
ক. একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
√খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
গ. ক্ষুদে ব্যক্তির বড়াই
ঘ. কাজ আরম্ভ করার সঙ্গে সঙ্গে ফলের প্রত্যাশা
৭৩৪. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ অর্থটি কোন প্রবাদের সাহয্যে বুঝানো হয়েছে?
√ক. অসারের তর্জন-গর্জন সার
খ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
গ.কানা ছেলের না পদ্মলোচন
ঘ.ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি
Post a Comment