৮ম শ্রেণিঃ বাংলা প্রথমপত্র
৮ম শ্রেণিঃ বাংলা প্রথমপত্র
পাছে লোকে কিছু বলে
-কামিনী রায়
১। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক) ভীরুতা √খ) সংশয় গ) হতাশা ঘ) দুর্বলতা
২। কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
√ক) সংকোচের কারণে খ) দুর্বলতার কারণে
গ) হতাশা ঘ) লজ্জা
৩। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা কবি কামিনী রায়ের লেখার কারণ-
i. নিজেকে সাহসী করা ii. মানুষকে সচেতন করা iii. অসারতা দেখানো
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) ii গ) iii ঘ) ii ও iii
৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় চরণ সংখ্যা কত?
i. ২৪ ii. ২৫ iii. ২৬
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii √গ) iii ঘ) ii ও iii
৫। “সম্মুখে চরণ নাহি চলে”- চরণে কী উপস্থাপন করতে চেয়েছেন?
i. বাধাহীনভাবে এগিয়ে যাওয়ার
ii. কারো ভয়ে চলাচল বন্ধ রাখা
iii. প্রকাশ্যে নিজেকে তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। এ কবিতায় ‘শুভ্র’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে?
i. সুন্দর ii. সাদা iii. পরিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক) i √খ) ii গ) iii ঘ) i, ii ও iii
৭। “শক্তি মরে ভীতির কবলে” এর অর্থ কী?
i. শক্তিকে জাগ্রত করা
ii. ভীতিকে শক্তিতে রূপান্তর করা
iii. শক্তি সঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii √ঘ) i ও iii
৮। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার ভাবার্থ কী?
i. নিন্দুকের কথা ii. নিন্দুকদের হেয় করা
iii. নিজের আত্মপ্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii √ঘ) ii ও iii
৯। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম চরণের মর্মার্থ হল-
i. দ্বিধা ও সংকোচের ভয়
ii. বিধাতা দিচ্ছেন প্রাণ iii. লোকে কিছু বলে
নিচের কোনটি সঠিক?
√ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
১০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার শিক্ষণীয় দিক কী?
i. নিঃসংকোচ চিত্তে পথচলা
ii. সমালোচকের গুরুত্ব দেয়া
iii. সংকোচ উপেক্ষা করে মঙ্গলময়ী কাজে এগিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
√গ) i ও iii ঘ) i, ii ও iii
Post a Comment