Header Ads

এসএসসিঃ বিজ্ঞানঃ বিদ্যুৎ


এসএসসিঃ বিজ্ঞান
বিদ্যুৎ

১. 10C ও 5C চার্জকে 5m দূরে রাখলে তাদের মধ্যবর্তী বল কত?
ক) 1.8´109N খ) 18´109N গ) 2.8´109N ঘ) 3.8´109N

২. কোন তড়িত্ ক্ষেত্রে 5C এর একটি আধান রাখলে এটি 40N লাভ করে, তড়িত্ ক্ষেত্রের তীব্রতা কত?
ক) 8NC-1 খ) 4NC-1 গ) 18NC-1 ঘ)28NC-1

৩. অসীম দূর থেকে 100C চার্জ কোন বিন্দুতে আনতে 200J কাজ করতে হলে এর বিভব কত?
ক) 1V খ) 2V গ) 3V ঘ) 4V

৪. তড়িত্ বীক্ষণ যন্ত্রে কোন আধানের ক্ষেত্রে ধাতব পাত-গুলোর ফাঁক বেশি হবে?
ক) 10C খ) 20C  গ) 30C ঘ) 40C

৫. চার্জিত বলের ক্ষেত্রে এ বলের মান নির্ভর করে—
i.চার্জের মানের উপর
ii.চার্জের মধ্যবর্তী দূরত্বের উপর
iii.চার্জের রাখা পাত্রের উপর
কোনটি সঠিক?
ক) i , ii খ) ii গ) iii ঘ) iii, ii

৬. কুলম্বের সূত্রের ধ্রুবকের একক কি?
ক) Nm2C-1 খ) Nm2C গ) Nm2C-3 ঘ) Nm2C-2

৭. দূরত্ব একই রেখে চার্জ দ্বিগুণ করলে বল কত গুণ বাড়ে?
ক) ২ গুণ খ) ৪ গুণ গ) ৮ গুণ ঘ) ১৬ গুণ

৯. তড়িত্ তীব্রতার একক কোনটি?
ক) NC খ) NC-2  গ) NC-1 ঘ) NC-3

১০. কোনটি ধারকের ক্ষেত্রে ব্যবহূত হয় না?
ক) বায়ু খ) কাঁচ  গ) প্লাষ্টিক ঘ) পানি

১১. তড়িত্ বলরেখা প্রথম অবতারণা করেন কে?
ক) নিউটন খ) ফ্যারাডে গ) থমসন ঘ) হেনরি

১২. কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 সে. 20C আধান প্রবাহিত হলে তড়িত্ প্রবাহের মান কত হবে?
ক) 1A খ) 2A গ) 3A ঘ) 4A

১৩. CS-1 কে কি বলা হয়?
ক) N খ) J গ) A ঘ)W

১৪. দুইটি পাতের মধ্য দিয়ে চলমান দুটি চার্জ ধনাত্মক দ্বারা কি হয়?
ক) ধনাত্মক খ) ঋনাত্মক  গ) ক ও খ ঘ) নিষ্ক্রিয়

১৫. কুলম্ব ধ্রুবকের মান কত?
ক) 9´109 Nm2C-2
খ) 8´109 Nm2C-2
গ) 1.8´109 Nm2C-2
ঘ) 5.8´109 Nm2C-2

১৬. নিম্নের কোন আধানের জন্য তড়িত্ বীক্ষণ যন্ত্রের ফাঁক কম হবে
ক) 10 c খ) 20c গ) 30c ঘ) 40c

১৭. কোনটির ইলেকট্রনের প্রতি আসক্তি কম ?
ক) কাচ খ) ইবোনাইট  গ) সিল্ক ঘ) ফ্লানেল

১৮. কে তড়িত্ বলরেখার ধারণা দেন
ক) ভোল্ট খ) জুল  গ) ওহম ঘ) ফ্যারাডে

১৯. কোন ক্ষেত্রে তড়িত্ তীব্রতার মান বেশী যখন দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব
ক) 10 cm খ) 20cm গ) 30cm ঘ) 40cm

উত্তরঃ
১খ,২ ক,৩ খ,৪ ঘ,৫ গ,৬ ঘ,৭ ক,৮ গ ৯ গ,১০ ঘ ১১ খ, ১২ খ, ১৩ গ, ১৪ ঘ,



১৫ ক ১৬ ক,১৭ ক,১৮ ঘ,১৯ খ

No comments

Powered by Blogger.