Header Ads

নবম- দশম শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এক কথায় উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবংআমাদের বাংলাদেশ




. সেকেন্ডের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ পিকো সেকেন্ড
. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার নিচের কোনটি? উত্তরঃ IBM-1401
. ১৯৭০ সালে মাইক্রো প্রসেসরের কার্যকর মডেল তৈরি করেন কে? উত্তরঃ টেড হফ
. ইনটেল কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তরঃ ১৯৭১ সালে
. বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে? উত্তরঃ ১৯৬৪
. পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম- উত্তরঃ ইউনিভ্যাক
. কম্পিউটারের জনক বলা হয় কাকে? উত্তরঃ চার্লস ব্যাবেজ
. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি? উত্তরঃ উচ্চ স্তরের ভাষা
. IBM 1400 একটি - প্রজন্মের কম্পিউটার- উত্তরঃ দ্বিতীয়
১০. Mark-1 এর ওজন ছিল- উত্তরঃ ৫ টন
১১. সর্ব প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? উত্তরঃ ইউনিভ্যাক
১২. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩৭০ সিরিজের কম্পিউটার কত সালে স্থাপিত হয়?
 উত্তরঃ ১৯৭৮/১৯৭৯
১৩. ইনটেল প্রতিষ্ঠানের তৈরি প্রথম মাইক্রো প্রসেসরের নাম কী? উত্তরঃ ইনটেল ৪০০৪
১৪. নিচের কোনটি প্রথম গণনা যন্ত্রের নাম? উত্তরঃ ক্যালকুলেটর
১৫. ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কী রূপ? উত্তরঃ অগ্রসরমান ও পর্যায়ক্রমিক

No comments

Powered by Blogger.