Header Ads

নবম ও দশম শ্রেণিঃ পদার্থবিজ্ঞান - কাজ, ক্ষমতা ও শক্তি


নবম ও দশম শ্রেণি

পদার্থবিজ্ঞান

কাজ, ক্ষমতা ও শক্তিঃ এক কথায় উত্তর 




১। এক অশ্ব ক্ষমতা কত ওয়াট? উত্তর: ৭৪৬
২। কাজের মাত্রা কি? উত্তর: ML2T2
৩। পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর: যান্ত্রিক শক্তি
৪। নিউক্লিয় বিক্রিয়ায় ভরশক্তির সমীকরণ কী? উত্তর: E=mc2
৫। স্থিতিশক্তি বেশি আছে কোন পদার্থের? উত্তর: কঠিন
৬। বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়? উত্তর: শূন্য হয়
৭। এক ওয়াট ঘণ্টা সমান কত জুল? উত্তর: 3600J
৮। বলের মাত্রাকে সরণের মাত্র দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যায়? উত্তর: কাজের
৯। বিভবশক্তির পরিমাপ কি? উত্তর: ওজন x উচ্চতা
১০। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ সর্বোচ্চ হয়? উত্তর: ০°
১১। এ মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি? উত্তর: নয়টি
১২। পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন? উত্তর: তাপ শক্তি
১৩। বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কোন শক্তি পাই? উত্তর: আলোক শক্তি
১৪। আমরা যে সঙ্গীত শুনি তাতে কোন শক্তি থাকে? উত্তর: শব্দ শক্তি
১৫। জগৎ গতিশীল কেন? উত্তর: শক্তির জন্য
১৬। পরমাণুর জোড়া লাগা ও ভাঙার সময় কোন শক্তি নির্গত হয়? উত্তর: নিউক্লিয় শক্তি
১৭। ম্যাগমা কী? উত্তর: গলিত শিলা
১৮। বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে- উত্তর: কাজ বেশি হবে
১৯। বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে? উত্তর: ভর ও বেগের ওপর
২০। কোন স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে-
উত্তর: ত্বরণ সৃষ্টি করা
২১। কোন বস্তুতে বেগ দেয়ার জন্য কৃতকাজই বস্তুর-। উত্তর: গতি শক্তি
২২। সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর: অবতল
২৩। বিভব শক্তি সমান কি? উত্তর: বস্তুর ওজন x উচ্চতা
২৪। বিভবশক্তি কিসের উপর নির্ভর করে? উত্তর: ভর ও উচ্চতা

No comments

Powered by Blogger.