Header Ads

একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র


একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ  জীববিজ্ঞান দ্বিতীয় পত্র


দ্বিতীয় অধ্যায়

প্রাণীর পরিচিতি (ঘাসফড়িং)

বহু নির্বাচনী প্রশ্ন



১। ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতাকে বলে—

ক) প্লুরাইট খ) স্ক্লেরাইট

গ) স্টানাইট ঘ) টারগাইট

উদ্দীপকটি লক্ষ করো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :



২।

উদ্দীপকের ‘X’ চিহ্নিত অংশের নাম কী?



ক) লিগুলি খ) মেন্টাল

গ) সাবমেন্টাম ঘ) পাল্পিফার

৩। উদ্দীপকের ‘Y’ চিহ্নিত অংশের কাজ কী?

ক) অ্যান্টেনা ও পা পরিষ্কার করে খ) খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত করে

গ) খাদ্যকে চর্বণ করে ঘ) খাদ্যের মান যাচাই করে

৪। ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলের ক্ষেত্রে—

i. এক জোড়া শূঙ্গ থাকে

ii. তিন জোড়া পা থাকে

iii. দুই জোড়া শ্বাসছিদ্র থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

৫। ম্যাক্সিলারি পাল্পের কাজ হলো—

i. পায়ের অগ্রভাগ পরিষ্কার করা

ii. খাদ্যের স্বাদ গ্রহণ করা

iii. খাদ্য ধরা

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

৬। ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কালের অংশগুলো হলো—

i. ভার্টেক্স

ii. স্টাইপস

iii. ক্লাইপিয়াস

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

৭। ঘাসফড়িংয়ের মস্তকে ওসেলাম কয়টি?

ক) ২ খ) ৩

গ) ৪ ঘ) ৫

৮। ঘাসফড়িংয়ের পায়ের গঠনে সঠিকক্রম কোনটি?

ক) ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → কক্সা → টার্সাস

খ) কক্সা → ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → টার্সাস

গ) কক্সা → ফিমার → ট্রোক্যান্টার → টিবিয়া → টার্সাস

ঘ) কক্সা → টিবিয়া → ফিমার → ট্রোক্যান্টার → টার্সাস



উত্তর

১. ঘ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. খ।

No comments

Powered by Blogger.