৮ম শ্রেণিঃ বাংলা দ্বিতীয়পত্রঃ সারমর্ম
৮ম শ্রেণিঃ বাংলা দ্বিতীয়পত্র
সারমর্ম
✓ কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
সারমর্ম : স্বর্গ ও নরক শুধু সুদূর পরলোকের ব্যাপার নয়। এই পৃথিবীর মানুষের মাঝে অর্থাৎ ইহলোকেও এদের অস্তিত্ব বিদ্যমান। বিবেকবর্জিত মানুষের অপকর্ম ও নিষ্ঠুরতার বিস্তার ঘটলে মানুষ এই পৃথিবীতেই নরক-যন্ত্রণা ভোগ করে। আবার মানুষ-মানুষে সম্প্রীতিময়, সৌহার্দ্যপূর্ণ ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলে একই পৃথিবী হয়ে ওঠে স্বর্গীয় সুষমাময়।
✓ তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়,
তরু তবু অকাতর কিছু নাহি কয়।
দুর্লভ মানব জন্ম পেয়েছে যখন,
তরুর আদর্শ কর জীবনে গ্রহণ।
পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
তুমি ও হয় গো ধন্য তরুর মতোন।
সারমর্ম : গাছপালার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ গাছপালা ক্লান্ত-শ্রান্ত পথিককে তার ছায়া দিয়ে, ফল দিয়ে, উপকার করে। কিন্তু অকৃতজ্ঞ মানুষ প্রতিদানে তার শাখা ভেঙে নিলেও সে নীরব ভূমিকা পালন করে। পরের সেবা করেই বৃক্ষের জীবন ধন্য। মানুষেরও উচিত বৃক্ষের এই পরোপকার ও সহনশীলতার আদর্শকে জীবনে অনুসরণ করা। কারণ পরোপকারার্থে আত্মোৎসর্গ করতে পারলেই মানবজীবন ধন্য ও সার্থক হয়।
✓ কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ-পাতাল জুড়ে
কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিক বুকে ধরে তুমি খোঁজো দেশ-দেশ,
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছ চোখ বুজে,
স্রষ্টার খোঁজে আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে।
ইচ্ছা অন্ধ। আঁখি খোলো, দেখ দর্পণে নিজ কায়া,
সকলের মাঝে প্রকাশ তাঁহার সকলের মাঝে তিনি,
আমারে দেখিয়া আমার অজানা জন্মদাতারে চিনি।
সারমর্ম : সংসার ধর্ম ত্যাগ করে কখনো বিধাতাকে পাওয়া যায় না। স্রষ্টার সমস্ত সৃষ্টির মাঝে তিনি বিরাজমান। তাঁকে উপলব্ধি করতে হলে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, নিজেকে চিনে অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে হবে। সর্বোপরি, সৃষ্টির সেবায় আত্মনিয়োগ অর্থাৎ মানব প্রেমে নিজেকে বিলিয়ে দিতে হবে। তাঁকে খোঁজার জন্যে সংসার ধর্ম ত্যাগ করে দেশ-দেশান্তরে কিংবা বনে-জঙ্গলে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। বৈরাগ্য সাধনা করে তাঁকে পাওয়া যায় না বলে তাঁর সৃষ্টিকেই আগে ভালোবাসতে হবে
Post a Comment