নবম ও দশম শ্রেণিঃ হিসাববিজ্ঞান
নবম ও দশম শ্রেণিঃ হিসাববিজ্ঞান
মডেল টেস্ট
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০
প্রথম অধ্যায়
হিসাববিজ্ঞান পরিচিতি
১। হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে কোনটি বৃদ্ধি পায়?
(ক) স্বচ্ছতা (খ) দুর্নীতি
(গ) সম্পদ (ঘ) জালিয়াতি
২। হিসাববিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়া কয়টি?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৩। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
(ক) মূল্যবোধ (খ) নৈতিকতা
(গ) কর্তব্য (ঘ) জবাবদিহি
৪। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
(i) ফলাফল নির্ণয়
(ii) ব্যয় নিয়ন্ত্রণ
(iii) আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আব্দুল হক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি আগে ভালোই মুনাফা করত; কিন্তু বর্তমানে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আগের মতো দেখাশোনা করতে পারেন না। ফলে কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো হিসাবসংরক্ষণ করেন। এতে ব্যবসায় মুনাফার পরিবর্তে লোকসান হচ্ছে।
৫। হকের প্রতিষ্ঠানটি বর্তমানে লোকসানের সম্মুখীন হওয়ার কারণ কোনটি?
(ক) অর্থনৈতিক মন্দা (খ) মূলধনের স্বল্পতা
(গ) খরচ বৃদ্ধি (ঘ) জবাবদিহির অভাব
৬। উক্ত প্রতিষ্ঠানকে পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে হককে—
(i) প্রতিষ্ঠনের দিকে নজর দিতে হবে
(ii) নতুন ম্যানেজার নিয়োগ দিতে হবে
(iii) জবাবদিহি নিশ্চিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
৭। হিসাববিজ্ঞান লেনদেনগুলো
(i) সংরক্ষণ করে
(ii) পর্যালোচনা করে
(iii) ফলাফল নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
৮। লেনদেনের সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার জন্য প্রয়োজন
(i) নির্দিষ্ট পদ্ধতি
(ii) নির্দিষ্ট কৌশল
(iii) হিসাববিজ্ঞানের জ্ঞান
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
৯। প্রতিষ্ঠানের আয়কর, মূল্যসংযোজন কর ও শুল্ক ধার্য করা হয় কোনটির ভিত্তিতে?
(ক) হিসাবের (খ) লেনদেনের
(গ) ফলাফলের (ঘ) শেণিবিভাগের
১০। পণ্য ক্রয়-বিক্রয়, মূল্য আদায় ও পরিশোধ ইত্যাদিকে কী বলে?
(ক) আর্থিক কার্যাবলি (খ) লিপিবদ্ধকরণ
(গ) সংক্ষেপণ (ঘ) ফলাফল
১১। হিসাববিজ্ঞান আর্থিক তথ্য প্রকাশ করে কার জন্য?
(ক) মালিকের (খ) ব্যবস্থাপকের
(গ) স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের (ঘ) সবগুলো সঠিক
১২। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য কিসের প্রয়োজনীয়তা অপরিসীম?
(ক) লেনদেনের (খ) জাবেদার
(গ) হিসাব রাখার (ঘ) সম্পদের
১৩। প্রতিষ্ঠানকে তৃতীয় পক্ষের নিকট বিশ্বাসযোগ্য করে তোলে কোনটি?
(ক) লেনদেন (খ) হিসাব
(গ) জাবেদা (ঘ) মুনাফা
১৪। হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?
(ক) প্রাচীন (খ) সুন্দর ও সুশৃঙ্খল
(গ) পুরনো ও বৈচিত্র্যময় (ঘ) সর্বত্র বিস্তৃত
১৫। আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন কত শতাব্দী?
(ক) চতুর্দশ (খ) পঞ্চদশ
(গ) ষোড়শ (ঘ) অষ্টাদশ
১৬। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোন শহরে?
(ক) মাদ্রিদ (খ) ভেনিস
(গ) লন্ডন (ঘ) জেরুজালেম
১৭। দুই তরফা দাখিলা পদ্ধতির উত্পত্তি কত সালে?
(ক) ১৪৯৪ সালে (খ) ১৪৯৮ সালে
(গ) ১৫৯৪ সালে (ঘ) ১৮৯৮ সালে
১৮। আধুুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
(ক) এ ডাব্লিউ জনসন (খ) আর এন কার্টার
(গ) পিক্সলি (ঘ) লুকা প্যাসিওলি
১৯। হিসাবরক্ষণের মূলনীতি কোনটি?
(ক) এক তরফা দাখিলা পদ্ধতি (খ) দুই তরফা দাখিলা পদ্ধতি
(গ) ডেবিট-ক্রেডিট (ঘ) খতিয়ান
২০। প্রস্তর যুগের মানুষ হিসাব রাখার কাজে কী ব্যবহার করত?
(ক) কাগজ (খ) রশি
(গ) লাঠি (ঘ) প্রস্তর খণ্ড
২১। লুকা প্যাসিওলি কী ছিলেন?
(ক) ডাক্তার (খ) পর্যটক
(গ) গণিতবিদ (ঘ) জ্যোতিষী
২২। বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানের হিসাব কম্পিউটারে করা হয় কেন?
(ক) ব্যয় নিয়ন্ত্রণের জন্য (খ) সঠিক ফলাফলের জন্য
(গ) সময় ও শ্রম লাঘবের জন্য (ঘ) নীতিমালার জন্য
২৩। হিবির কার্যক্রম বিস্তৃতি কতটুকু?
(ক) অব্যবসায়ী প্রতিষ্ঠানে (খ) ব্যবসায়ী প্রতিষ্ঠানে
(গ) স্কুল ও কলেজে (ঘ) সমাজের সর্বস্তরে
২৪। হিসাব তথ্য ব্যবহারকারীদের কত ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে (খ) তিন ভাগে
(গ) চার ভাগে (ঘ) এক ভাগে
২৫। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
(র) মালিক
(ii) ব্যবস্থাপক
(iii) অভ্যন্তরীণ নিরীক্ষক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
২৬। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী—
(i) ঋণ প্রদানকারী
(ii) সরকার
(iii) অভ্যন্তরীণ নিরীক্ষক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
২৭। কোনটি মানুষকে সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে?
(ক) হিসাব সচেতনতা (খ) সামাজিক জ্ঞান
(গ) মিতব্যয়িতা (ঘ) মৃত্যু
উদ্দীপকের আলোকে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. মকবুল একজন হিসাবরক্ষক। তিনি তাঁর কর্মক্ষেত্রের সব লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন। হিসাবের খাতায় সব লেনদেন লিপিবদ্ধ করার জন্য তিনি সব পক্ষের চাহিদা যথাযথভাবে মেটাতে সক্ষম হন।
২৮। মি. মকবুল তাঁর কর্মক্ষেত্রের কোন বিষয় তাঁর হিসাবের বইতে লিখে রাখে?
(ক) নগদ (খ) অনগদ
(গ) আর্থিক (ঘ) অনার্থিক
২৯। মকবুলের কোনটির অভাবে তাঁর প্রতিষ্ঠানে আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে?
(ক) ধর্মীয় অনুশাসন (খ) নৈতিকতা
(গ) মূল্যবোধ (ঘ) জবাবদিহি
৩০। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) হিসাবব্যবস্থা (খ) তথ্যব্যবস্থা
(গ) নিরীক্ষাব্যবস্থা (ঘ) তথ্যভাণ্ডার
উত্তর
১. ক ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. খ।
Post a Comment