জেএস.সিঃ গনিত - এক কথায় উত্তর
জেএস.সি
গণিত
এক কথায় উত্তর
১। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের ১ গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? উত্তরঃ ৬০ বর্গমিটার
২। ১ ফার্লং = কত গজ? উত্তরঃ ২২০ গজ
৩। একটি বৃত্তাকার ফুলের বাগানের ব্যাস ১২ মিটার হলে-
i. বাগানের ব্যাসার্ধ ৬ মিটার
ii. বাগানের ক্ষেত্রফল ১১৩.০৯৬ বর্গমিটার (প্রায়)
iii. বাগানের পরিসীমা ৩৭.৬৯৯ মিটার (প্রায়)
৪। ১ স্টেয়রে-
i. ১ ঘনমিটার
ii. ৩৫.৩ ঘনফুট (প্রায়)
নিচের তথ্যের আলোকে ৫-৭ নং প্রশ্নের উত্তর দাও :
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারি। একটি সোনার বারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৬ সে. মি., ৫ সে.মি. ও সে.মি.।
৫। সোনার বারটির আয়তন কত? উত্তরঃ ৬০ ঘন সে.মি.
৬। সোনার বারটির সম আয়তন পানির ওজন কত গ্রাম? উত্তরঃ ৬০ গ্রাম
৭। সোনার বারটির ওজন কত? উত্তরঃ প্রায় ১.১৬ কেজি
নিচের তথ্যের ভিত্তিতে ৮-১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সিটি কর্পোরেশনের একটি পানির ট্যাঙ্কে ১০০০০০ লিটার পানি ধরে। পানির ট্যাঙ্কটি বর্গাকৃতি এবং উপরের দিক খোলা। পানির ট্যাঙ্কটির গভীরতা ৪ মিটার এবং ট্যাঙ্কটির ০.১ ঘনমিটার খালি করতে এক সেকেন্ড সময় লাগে।
৮। ট্যাঙ্কটিতে কত কেজি পানি ধরবে? উত্তরঃ ১০০০০০ কেজি
৯। পানির ট্যাঙ্কটির ক্ষেত্রফল কত? উত্তরঃ ২৫ বর্গমিটার
১০। ট্যাঙ্কটি মেশিন দ্বারা পানি শূন্য করতে কত সময় লাগবে? উত্তরঃ ১০০০ সেকেন্ড
Post a Comment