Header Ads

এস.এস.সিঃবিজ্ঞানঃ চল তড়িৎ


এস.এস.সিঃবিজ্ঞান
চল তড়িৎ

১. ইলেক্ট্রনের প্রবাহ কোন দিকে হবে?
ক) B থেকে A তে খ) A থেকে B তে গ) দুইদিকে ঘ) কোনদিকেই নয়

২. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ডে 20C আধান প্রবাহিত হলে তড়িত্ প্রবাহের মান কত?
ক) 1A খ) 2A গ) 3A ঘ) 4A

৩. CS-1 কে কী বলা হয়?
ক) W খ)p গ) A ঘ) v



৪. দুইটি পাতের মধ্য দিয়ে চলমান দুটি চার্জ (+) থেকে (-) কি হয়?
ক) আকর্ষিত খ) বিকর্ষিত গ) ধণাত্মক ঘ) নিষ্ক্রিয়

৫. তড়িত্ প্রবাহের প্রচলিত দিক ধরা হয় কোন দিকে?
ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
খ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
গ) কও খ 
 ঘ)একটিও না

৬. কোনটি অর্ধপরিবাহী নয়?
ক) সিলিকন খ) ইনডিয়াম  গ) জার্মেনিয়াম ঘ) কার্বন

৭. কি মেশালে অর্ধ পরিবাহীর তড়িত্ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
ক) অপদ্রব্য খ) উপদ্রব্য গ) গোবর ঘ) হাইড্রজেন

৮. কোন পরিবাহীর দুই প্রান্তে কি থাকলে তড়িত্ প্রবাহিত হয়?
ক) বিভব খ) বিভব পার্থক্য  গ) চাপ ঘ) তাপ

৯. ওহমের সূত্রে কোনটি ধ্রুব থাকে?
ক) রোধ খ) ঘনমাত্রা গ) তাপমাত্রা ঘ) চাপ

১০. কোনটি ওহমের সূত্র?
১১. V-I গ্রাফটির প্রকৃত কেমন হবে?
ক) মূলবিন্দুগামী সরলরেখা
খ) মূলবিন্দুগামী বক্ররেখা
গ)ক ও খ 
 ঘ) একটিও না

১২. রোধের একক কী?
ক) অ্যামিটার খ) ভোল্ট গ) ও’ম ঘ) কুলম্ব

১৩. পরিবর্তিত রোধের অপর নাম কী?
ক) অ্যানালার খ) পরিবাহক গ) উত্পাদ ঘ) রিওস্টেট

১৪. JC-1 এর অপর নাম কী?
ক) A খ) V গ) s ঘ) m

১৫. দুটি বিন্দুর বিভব পার্থক্যে কোন শক্তি উত্পন্ন হয়?
ক) তাপ খ) আলো গ) ক ও খ ঘ) বিদ্যুত্

১৬. আপেক্ষিক রোধের একক কি?
ক) ওহম-মিটার (W-m) খ) ভোল্ট  গ) ওহম ঘ) কুলম্ব

১৭. একটি পরিবাহীর নিম্নলিখিত কোন তাপমাত্রা তড়িত্ সবচেয়ে বেশী প্রবাহিত হয়?
ক) 1000c খ) 600c গ) 500c ঘ) 800c

১৮. নিম্নের কোন ক্ষেত্রফলের তারের মধ্য দিয়ে কম তড়িত্ প্রবাহিত হবে?
ক) 100m2 খ) 50m2 গ) 80m2 ঘ) 10m2

১৯. 1 মেগাওয়াটের মান কত ওয়াট ?
ক) 106W খ) 93W  গ) 10-6W ঘ) 103W

২০. 1kwh = কত জুল?
ক) 91023J খ) 3.6106J গ) 310-6J ঘ) 4.210-23J

উত্তরঃ
১ ক ২ খ ৩ গ ৪ ক ৫ ক ৬ ঘ ৭ ক ৮ খ ৯ গ ১০ ঘ ১১ ক ১২ গ ১৩ ঘ ১৪ খ ১৫ ঘ ১৬ ক ১৭ গ ১৮ ঘ ১৯ ক ২০ খ

No comments

Powered by Blogger.