Header Ads

বাংলা ১ম পত্রঃ ৬ষ্ঠ শ্রেণি


বাংলা ১ম পত্র
খন্দকার আতিক
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্নোত্তরঃ মিনু

১। মিনু কাদের ছোট ছেলের মতো গোসল করায়?
ক. বাসনগুলোকে
খ. ঘটিগুলোকে
গ. হাঁড়িগুলোকে
ঘ. গ্লাসগুলোকে
২। পিতৃ-মাতৃহীনকে এককথায় কী বলে?
ক. আশ্রিতা খ. প্রতিবন্ধী
গ. দুস্থ ঘ. এতিম
৩। কোনটি মিনুর একটি দৈনন্দিন কর্তব্য?
ক. ছাদে যাওয়া
খ. পুকুরপাড়ে যাওয়া
গ. পাশের বাড়িতে যাওয়া
ঘ. বাগানে যাওয়া
৪। মিনু সাগ্রহে চেয়ে থাকে—
ক. আমগাছের দিকে
খ. বাগানের দিকে
গ. সরু ডালের দিকে
ঘ. আকাশের দিকে
৫। বাবা বিদেশ গেছে—এ খবর মিনুকে কে বলেছিল?
ক. প্রতিবেশীরা খ. পিসেমশাই
গ. পিসিমা ঘ. মাসিমা
৬। সরু ডালে কখন একটি হলদে পাখি এসে বসল?
ক. ঝড়ের সময়
খ. বসন্তের সময়
গ. মিনুর বাবা বিদেশ থেকে এলে
ঘ. টুনুর বাবা বিদেশ থেকে এলে
৭। সরু ডালে হলদে পাখির আগমন কিসের বার্তা বহন করে?
ক. দুঃসময়ের খ. সুসময়ের
গ. বাবার ফিরে আসার
ঘ. বসন্তের আগমনের
৮। ‘খিড়কি’ বলতে কী বোঝায়?
ক. রান্নাঘরে যাওয়ার দরজা
খ. ছাদে যাওয়ার দরজা
গ. বাড়ির পেছনের দরজা
ঘ. বাড়ির সামনের দরজা
৯। মিনু রোমাঞ্চিত হয়ে উঠল কেন?
ক. সইয়ের উনুনের আঁচ দেখে
খ. শুকতারা দেখে
গ. হলদে পাখি দেখে
ঘ. লাল পূর্বাকাশ দেখে
১০। লোকে কাকে মহত্ লোক বলে জানে?
ক. যোগেন বসাককে
খ. হরলাল দত্তকে
গ. হরিদাশ পালকে
ঘ. হরেন কানাইকে
১১। মিনুর সব আশা-ভরসার প্রতীক কী?
ক. হলদে পাখি খ. বোলতা
গ. শুকতারা ঘ. কাঁঠালের ডাল
১২। ‘একটি দরকারি কাজ হয়নি’—মিনুর সেই দরকারি কাজ কী?
ক. পানি ভরা খ. ছাদে যাওয়া
গ. কয়লা ভাঙা ঘ. উনুন জ্বালানো
১৩। যে কানে কম শোনে এককথায় তাকে বলে?
ক. কানা খ. কালা
গ. বাচাল ঘ. বোবা
১৪। সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ককে এককথায় বলে?
ক. উল্কা খ. নক্ষত্র
গ. উপগ্রহ ঘ. গ্রহ

উত্তর: বাংলা ১ম পত্র

১. ঘ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১২. খ ১৪. ঘ

No comments

Powered by Blogger.