প্রাথমিক বিজ্ঞান ৩
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭
প্রাথমিক বিজ্ঞান
খন্দকার আতিক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অধ্যায়-১
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। রায়হানের পুকুরপাড়ে একটি পাখির মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহ কিসে পরিণত হবে?
ক. সারে খ. বায়ুতে গ. পানিতে ঘ. বালুতে
উত্তর: ক. সারে
২। হাসানের কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল ধরেছে। হাসানের বাগানের কাঁঠালগাছ খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৩। তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ক. অক্সিজেন
৪। মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে।
ক. অভিস্রবণ খ. প্রস্বেদন গ. শ্বসন ঘ. সালোকসংশ্লেষণ
উত্তর: ঘ. সালোকসংশ্লেষণ
৫। বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থল কোনটি?
ক. পানি খ. মাটি গ. মরুভূমি ঘ. গাছ
উত্তর: ঘ. গাছ
৬। পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কোনটি ঘটে?
ক. শ্বসন ক্রিয়া ঘটে খ. খাদ্যশৃঙ্খল গঠিত হয়
গ. বংশবৃদ্ধি হয় ঘ. খাদ্য তৈরি হয়
উত্তর: গ. বংশবৃদ্ধি হয়
৭। আবিদদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কিসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে?
ক. উদ্ভিদ খ. প্রাণী গ. পানি ঘ. বায়ু
উত্তর: খ. প্রাণী
৮। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নির্ভর করি?
ক. বাবা-মায়ের ওপর খ. উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর
গ. শুধুই উদ্ভিদের ওপর ঘ. প্রাণীর ওপর
উত্তর: খ. উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর
৯। পাপিয়া তার ফলগাছ থেকে ফল সংগ্রহ করে। পাপিয়ার গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?
ক. সার খ. মাটি গ. অক্সিজেন ঘ. সূর্যের আলো
উত্তর: ঘ. সূর্যের আলো
১০। সিয়ামের সরিষাখেতে গাছ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে?
ক. বীজের পরাগায়ন খ. বীজমুক্তকরণ
গ. বীজের সম্প্রসারণ ঘ. বীজের বিস্তরণ
উত্তর: ঘ. বীজের বিস্তরণ
১১। তিনাদের পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। তিনার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করেছে?
ক. বিড়াল খ. মাকড়সা গ. মৌমাছি ঘ. তেলাপোকা
উত্তর: গ. মৌমাছি
১২। তামান্না একটি ব্যাঙকে দেখল ঘাসফড়িং খেতে। এই ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়?
ক. খাদ্যশৃঙ্খল খ. খাদ্য পিরামিড
গ. খাদ্যজাল ঘ. খাদ্য তৈরির পরিবেশ
উত্তর: ক. খাদ্যশৃঙ্খল
১৩। তোমার বাড়ির পাশের বাগানে অনেক গাছপালা, পশুপাখি ও পুকুর রয়েছে। এসব উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। এই খাদ্যশৃঙ্খল একত্র হয়ে তৈরি করে—
ক. খাদ্য পিরামিড খ. খাদ্যজাল
গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্য তৈরির পরিবেশ
উত্তর: খ. খাদ্যজাল
Post a Comment