হিসাববিজ্ঞান ১
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
২০৯। ঢেউটিন তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?ক. লোহার পাত খ. লোহা
গ. পেরেক ঘ. স্টিলের পাত
২১০। প্রত্যক্ষ খরচ কোনটি?
ক. বিজ্ঞাপন খ. বাট্টা
গ. মনিহারি ঘ. আন্তপরিবহন
নিচের উদ্দীপকটি পড়ে ২১১ ও ২১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কাঁচামাল ৮০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ ২০,০০০ টাকা, কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরি ৪০% এবং মুনাফা মোট ব্যয়ের ২০%
২১১। কারখানার উপরি ব্যয় কত টাকা?
ক. ৮,০০০ টাকা
খ. ১,০৮,০০০ টাকা
গ. ১,১৮,০০০ টাকা
ঘ. ১২,০০০ টাকা
২১২। বিক্রয় উপরি ব্যয় ১২,০০০ টাকা হলে মুনাফা কত?
ক. ২৮,০০০ টাকা
খ. ১,২৮,০০০ টাকা
গ. ১,৪৮,০০০ টাকা
ঘ. ১,৬৮,০০০ হাজার টাকা
২১৩। ক্রয়কৃত পণ্যের দামের সঙ্গে সরাসরি জড়িত খরচসমূহ যোগ করে কোনটি পাওয়া যায়?
ক. বিক্রয়মূল্য খ. মুখ্য ব্যয়
গ. ক্রয়মূল্য ঘ. মোট ব্যয়
২১৪। প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত হলো—
i. আমদানি শুল্ক ii. জ্বালানি খরচ
iii. দপ্তর খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১৫। পরোক্ষ খরচ হলো—
i. মজুরি ও শুল্ক ii. বেতন ও ভাড়া
iii. কমিশন ও নমুনা বিতরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১৬। ‘Finished Goods’ অর্থ কী?
ক. শেষ পণ্য খ. ভালো পণ্য
গ. বিক্রয় উপযোগী পণ্য/তৈরি করা পণ্য ঘ. শেষ ভালো
২১৭। পণ্যের প্রধান উপাদান এবং এর খরচকে কী বলা হয়?
ক. প্রত্যক্ষ খরচ খ. পরোক্ষ খরচ
গ. প্রত্যক্ষ কাঁচামাল
ঘ. পরোক্ষ কাঁচামাল
২১৮। চটের ব্যাগ তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
ক. পাট খ. দড়ি
গ. সুতা ঘ. নাইলন
২১৯। প্রতিটি উত্পাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না যে ব্যয় তাকে কী বলা হয়?
ক. প্রত্যক্ষ খরচ খ. কারখানার ব্যয়
গ. পরোক্ষ খরচ ঘ. মুখ্য ব্যয়
২২০। নিচের কোনটি পরোক্ষ কাঁচামাল?
ক. জুতার জন্য কাঁচামাল
খ. কাপড় তৈরির সুতা
গ. মেশিন চালনায় ব্যবহূত মবিল
ঘ. আসবাব তৈরির কাঠ
২২১। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
ক. বিবরণী খ. তালিকা
গ. বাজেট ঘ. মূল্যতালিকা
২২২। পারিবারিক বাজেটের নমুনায় শিক্ষা খাতে ব্যয়ের শতকরা হার কত?
ক. ১০%-১৫% খ. ১৫%-২০% গ. ২০%-২৫% ঘ. ২৫%-৩০%
২২৩। পারিবারিক আয়ের ২০%-২৫% ব্যয় হয় কোন খাতে?
ক. বাসস্থান খ. শিক্ষা
গ. পোশাক ঘ. খাদ্য
২২৪। পারিবারিক হিসাবব্যবস্থার প্রয়োজনীয়তা হলো—
i. পারিবারিক সচ্ছলতা
ii. সঠিক মুনাফা
iii. মূল্যবোধ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২৫। পারিবারিক বাজেট শিক্ষা খাতে আনুমানিক খরচের হার কত?
ক. ৫%-১০% খ. ১০%-১৫%
গ. ১৫%-২০% ঘ. ২০%-২৫%
২২৬। পারিবারিক বাজেটে খাদ্য খাতে ব্যয়ের পরিমাণ কত?
ক. ১০%-১৫% খ. ৫%-১০%
গ. ৩০%-৪০% ঘ. ২০%-২৫%
২২৭। পারিবারিক হিসাব-নিকাশের প্রথম ধাপ কোনটি?
ক. আয়-ব্যয় হিসাব
খ. সম্পদ ও দায় হিসাব
গ. আর্থিক অবস্থার বিবরণী
ঘ. প্রাপ্তি ও প্রদান হিসাব
২২৮। পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২২৯। পারিবারিক বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের পরিমাণ কত?
ক. ৫%-১৫% খ. ১০%-১৫%
গ. ১৫%-২০% ঘ. ২০%-২৫%
উত্তর
হিসাববিজ্ঞান
২০৯. ঘ ২১০. ঘ ২১১. ক ২১২. ক ২১৩. গ ২১৪. ক ২১৫. গ ২১৬. গ ২১৭.গ ২১৮. ক ২১৯. গ ২২০. গ ২২১. গ ২২২. ক ২২৩. ঘ ২২৪. খ ২২৫. খ ২২৬. ঘ ২২৭. ঘ ২২৮. খ ২২৯. খ
Post a Comment