এসএসসি পরীক্ষাঃ পদার্থবিজ্ঞান
এসএসসি পরীক্ষা: বিশেষ মডেল টেস্ট-৭ঃ পদার্থবিজ্ঞান
রমজান মাহমুদ
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
মান-২৫ সময়-২৫ মিনিট১। আমরা হাঁটার সময় পেছন দিকে পা দিয়ে মাটির ওপর তির্যকভাবে বল প্রয়োগ করি, এ ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?
ক. নিউটনের মহাকর্ষ সূত্র
খ. ভরবেগের সংরক্ষণ সূত্র
গ. শক্তির নিত্যতার সূত্র
ঘ. নিউটনের ৩য় সূত্র
২। বস্তুর একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলে—
ক. সুপ্ততাপ খ. গৃহিত তাপমাত্রা
গ. মগ্নতাপ ঘ. আপেক্ষিক তাপ
৩। উত্তল লেন্সে আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
i. অসদ ও সোজা ii. সদ ও উল্টো
iii. বিবর্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। রূপচর্চায় কোন দর্পণ ব্যবহারে বিশেষ সুবিধা পাওয়া যায়?
ক. উত্তল দর্পণ খ. সমতল দর্পণ
গ. অবতল দর্পণ ঘ. কোনটিই নয়
৫। কোনটির সাহায্যে শিরার ব্লক বা হূিপণ্ডের ভাল্বগুলোর ক্রিয়া দেখা যায়?
ক. অপটিক্যাল ফাইবার
খ. এনজিওগ্রাফি গ. আলোক নল
ঘ. এমআরআই
৬। নিচের কোনটি বিদ্যুত্ পরিবাহী?
ক. মাটি খ. কাঠ
গ. কাচ ঘ. কাগজ
৭। এক ওয়াট ঘণ্টা সমান কত জুল?
ক. 3600J খ. 3.6 ┤108J
গ. 36 ┤ 102J ঘ. 360J
৮। 1s-এ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করলে, তার কম্পাঙ্ককে বলে—
ক. 1 কম্পন খ. 1 Hz
গ. 1 মোল ঘ. 1 MHz
৯। সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহূত হয়—
ক. Infrasonic sound
খ. SONAR
গ. RADAR ঘ. MRI
১০। বিভব শক্তি কোনটির ওপর নির্ভর করে না?
ক. বেগ খ. ভর গ. g ঘ. উচ্চতা
১১। তরঙ্গের কী ঘটে না?
ক. ব্যতিচার খ. প্রতিফলন
গ. প্রতিসরণ ঘ. উপরিপাতন
১২। নিচের কোনটিতে তড়িত্ মোটর ব্যবহূত হয় না?
ক. বৈদ্যুতিক পাখা খ. পাম্প
গ. ট্রান্সফরমার ঘ. রোলিং মিল
১৩। পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে কত কোণে বৃহত্ সমতল দর্পণ বসানো হয়?
ক. 90হ্ন খ. 30হ্ন গ. 45হ্ন ঘ. 60হ্ন
১৪। জরায়ুর টিউমার শনাক্ত করতে ব্যবহূত হয়—
ক. আলট্রাসনোগ্রাম খ. সিটি স্ক্যান
গ. এন্ডোসকপি ঘ. এমআরআই
১৫। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিচের কোন পরীক্ষাটি উচিত নয়?
ক. এক্স-রে খ. আলট্র্রাসনোগ্রাম
গ. এমআরআই ঘ. ইসিজি
১৬। যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গ থেকে শব্দ তরঙ্গ আলাদা করা হয়—
ক. রূপারোপণ খ. বিরূপারোপণ
গ. মডুলেশন ঘ. কোনোটিই নয়
১৭। কোন কণাটি হিলিয়াম নিউক্লিয়াস?
ক. আলফা খ. বিটা
গ. গামা ঘ. মেসন
১৮। কোন যন্ত্রে তড়িত্ চৌম্বক আবেশ প্রক্রিয়া ব্যবহূত হয়?
ক. ট্রানজিস্টর খ. মোটর
গ. অ্যামপ্লিফায়ার ঘ. ট্রান্সফরমার
১৯। তড়িত্ চৌম্বক আবেশ আবিষ্কার করেন কে?
ক. ওয়েরস্টেড খ. জোসেফ হেনরি
গ. ফ্যারাডে ঘ. ম্যাক্সওয়েল
২০। কোনটির রোধ বেশি?
ক. তামা খ. রুপা
গ. নাইক্রোম ঘ. টাংস্টেন
২১। কোনো বস্তুকে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো —
ক. অ্যামিটার খ. ভোল্টমিটার
গ. অণুবীক্ষণ যন্ত্র
ঘ. তড়িত্বীক্ষণ যন্ত্র
২২। কম্পমান সুরশলাকার গতি কী ধরনের গতি?
ক. চলন গতি খ. রৈখিক গতি
গ. স্পন্দন গতি ঘ. ঘূর্ণন গতি
২৩। ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের কত গুণ?
ক. 3 খ. 2 গ. 2/3 ঘ. 3/2
২৪। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি?
ক. Nm-2 খ. Nm-1
গ. Nm ঘ. Pa
২৫। প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?
ক. ধাতব পদার্থ জোড়া লাগানো
খ. ধাতব পদার্থ কাটা
গ. কারখানার বিশেষ স্থানকে আলোকিত করা
ঘ. ধাতব পদার্থের তড়িত্ পরিবহন
মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বিশেষ মডেল টেস্ট-৭: পদার্থবিজ্ঞান
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২ গ ২৩. গ ২৪. ক ২৫. গ
Post a Comment