৮ম শ্রেণিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৮ম শ্রেণিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
অধ্যায়-১
১। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে
২। মোগল শাসনের চূড়ান্ত অবসান হয় কত সালে?
ক. ১৮৫৭ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৭৫৬ সালে ঘ. ১৮৫৬ সালে
৩। সতীদাহ প্রথা বিলোপ করতে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৪। ‘ভাগ করো, শাসন করো’—এই নীতির ধারক ছিলেন কারা?
ক. পাকিস্তানিরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. লর্ড কার্জন
অধ্যায়-২
১। ১৯৭১ সালের ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
ক. বাংলার শিক্ষকসমাজ খ. বাংলার ছাত্রসমাজ
গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা
২। ১৯৭১ সালের ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়েছিল?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ গ. ১৫ লাখ ঘ. ১০ লাখ
৩। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ কী ছিল?
ক. অধিবেশন স্থগিত করা
খ. পুনরায় সামরিক শাসন জারি করা
গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা
ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা
৪। আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করেন?
ক. ৩ জানুয়ারি খ. ৫ জানুয়ারি
গ. ৬ জানুয়ারি ঘ. ৭ জানুয়ারি
৫। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয়েছিল বলে
খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উত্স
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয়েছিল বলে
৬। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল?
ক. ১১টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৮টি
৭। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়েছিল?
ক. আমেরিকায় খ. ভুটানে গ. কলকাতায় ঘ. দিল্লিতে
৮। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠিত হয়েছিল?
ক. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি
খ. ১৯৭১ সালের ২০ নভেম্বর
গ. ১৯৭১ সালের ২৪ নভেম্বর
ঘ. ১৯৭১ সালের ২১ নভেম্বর
৯। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ছিল কেন?
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
১০। ভারত ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর
গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর
১১। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল?
ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১
১২। মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১
১. ক ২. খ ৩. ক ৪. খ
অধ্যায়-২
১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক
Post a Comment