Header Ads

এসএসসিঃ বিজ্ঞানঃ আলো

এসএসসিঃ বিজ্ঞানঃ 

আলো

১. শূন্যের মাধ্যমে আলোর বেগ কত?
ক) 3´108ms-1 খ) 3´10-8ms-1 গ) 3´107ms-1 ঘ) 3´1018ms-1

২. কোনটি দীপ্তিমান বস্তু নয়?
ক) সূর্য খ) নক্ষত্র   গ) মোমবাতি ঘ) কাঠ

৩. দীপ্তিমান বস্তু না হলে আমরা সেটাকে দেখতে পাই, কারণ আলোর—
ক) প্রতিসরণ খ) প্রতিবিম্ব গ) প্রতিফলন ঘ) সরণ

৪.Ðmoc এর মান কত?
ক) 300 খ) 200 গ) 400 ঘ) 450

৫.চিত্রটি কোন ধরনের প্রতিফলন?
ক) নিয়মিত খ) ব্যাপ্ত গ) ক ও খ ঘ) কোনটিই নয়

৬.Ðnor হতে পারে—
ক) 400 খ) 600 গ) 500 ঘ) 200

৭.কোন মাধ্যম থেকে কত আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে ঐ মাধ্যমের—
ক) ঘনত্বের খ) পুরুত্ব  গ) ক ও খ ঘ) প্রকৃতির

৮. চাঁদে আলোর প্রতিফলন এক প্রকার —
ক) ব্যাপ্ত খ) নিয়মিত  গ) ক ও খ ঘ) কোনটি নয়

৯. কাচের উপর কোন ধাতুর প্রলেপ দিতে হয় ?
ক) সিলভারের খ) আয়রনের গ) গোল্ডের ঘ) ক ও গ

১০. কোনটি দর্পনের ন্যায় কাজ করেনা?
ক) স্থির পানি পৃষ্ঠ খ) মসৃণ বরফ গ) ঘষা কাচ ঘ) সবগুলো

১১. অভিসারী দর্পন বলা হয় কাকে?
ক) অবতল খ) উত্তল গ) সমতল ঘ) ক ও খ

১২. অপসারী দর্পন বলা হয় কাকে?
ক) অবতল খ) উত্তল  গ) সমতল ঘ) ক ও খ

১৩.ফোকাস কোনটি
ক) p খ) f গ) c ঘ) a
১৪. কোনটি ফোকাস দূরত্ব ?
ক) pf খ) fp গ) pc ঘ) pa

১৫. কোনটি বক্রতার কেন্দ্র?
ক) c খ) a গ) f ঘ) p

১৬. লক্ষ্য বস্তু কোনটি?
ক) fp খ) ao গ) pc ঘ) pf

১৭ কোনটি মেরু বিন্দু ?
ক) p খ) c গ) f ঘ) বক্রতার

১ক,২ঘ,৩গ, ৪ক,৫ক,৬ঘ,৭ঘ,৮ক,৯ক,১০ ক,১১ক,১২খ,১৩খ,১৪ক,১৫ ক,১৬খ ১৭ঘ

No comments

Powered by Blogger.