অধ্যায়-২
১। তানিয়ার মা কাজ শেষে সব সময় পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন। এই কাজটি তিনি কেন করেন?
ক. বিল বাড়াতে খ. বিদ্যুত্ বেশি পেতে
গ. পানি সংরক্ষণ করতে
ঘ. অপচয় রোধ করতে
উত্তর: ঘ. অপচয় রোধ করতে
২। নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. কীটনাশকের ব্যবহার
উত্তর: খ. ইটের ভাটায় ইট পোড়ানো
৩। নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এ কাজটি দ্বারা তিনি কী সংরক্ষণ করতে চান?
ক. অর্থনৈতিক সম্পদ খ. সমষ্টিগত সম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ ঘ. সামাজিক সম্পদ
উত্তর: গ. প্রাকৃতিক সম্পদ
৪। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
খ. যানবাহনের ব্যবহার
গ. কলকারখানার বর্জ্য
ঘ. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
উত্তর: ক. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৫। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি দূষিত হয়?
ক. শব্দ খ. মাটি
গ. মাটি ও পানি ঘ. বায়ু
উত্তর: গ. মাটি ও পানি
৬। নিচের কোনটির ফলে শব্দদূষণ ঘটে?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. ভাটায় ইট পোড়ানো গ. বাসগৃহ নির্মাণ
ঘ. লাউড স্পিকার বা মাইকের ব্যবহার
উত্তর: ঘ. লাউড স্পিকার বা মাইকের ব্যবহার
৭। মাটির উর্বরতা নষ্ট করে কোনটি?
ক. লাঙল ব্যবহার খ. সেচযন্ত্র ব্যবহার
গ. জৈব সারের ব্যবহার
ঘ. কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক
উত্তর: ঘ. কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক
৮। পরিবেশদূষণের প্রধান কারণ কোনটি?
ক. মলমূত্র ত্যাগ
খ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার
ঘ. গাছপালা পোড়ানো
উত্তর: খ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
৯। পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ কোনটি
ক. বর্জ্য পোড়ানো খ. নদীতে বর্জ্য ফেলা
গ. গাছ কাটা ঘ. বন্যা
উত্তর: ঘ. বন্যা
১০। বায়ুদূষণের ফলে কোনটি ঘটে?
ক. ঘুমে ব্যাঘাত খ. অ্যাসিড বৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. দাবানল
উত্তর: খ. অ্যাসিড বৃষ্টি
১১। পরিবেশদূষণের ফলে মানুষ কোন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. হার্ট অ্যাটাক
গ. জ্বর ঘ. ব্রেইন স্ট্রোক
উত্তর: ক. ক্যানসার
১২। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. পামওয়েল
গ. বালু ঘ. গাছপালা
উত্তর: ক. প্রাকৃতিক গ্যাস
১৩। নিচের কোনটি পরিবেশদূষণের প্রধান কারণ?
ক. মানুষ খ. উদ্ভিদ গ. পাখি ঘ. পশু
উত্তর: ক. মানুষ
১৪। মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?
ক. শব্দদূষণ খ. পানিদূষণ
গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ক. শব্দদূষণ।
Post a Comment