Header Ads

নবম ও দশম শ্রেণিঃ হিসাববিজ্ঞান


নবম ও দশম শ্রেণিঃ হিসাববিজ্ঞান
অষ্টম অধ্যায় : নগদান বই
বহুনির্বাচনী প্রশ্ন

নিচের তথ্যের ভিত্তিতে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব সুবির তার প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও প্রদানগুলো নগদান বইতে লিপিবদ্ধ করেন। ২০১৬ সালের জুন মাসের ৫ তারিখে জনাব সুবোধের কাছে ১০% বাট্টায় ৫০,০০০ টাকার মাল বিক্রি করে অর্ধেক টাকা পাওয়া গেল।

জুন ২০ তারিখে পাপ্পুকে তার ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা চেকে প্রদান করা হলো।



১. জনাব সুবিরের নিট পাওনার পরিমাণ কত?

ক. ৫০,০০০ টাকা খ. ৪৫,০০০ টাকা

গ. ২৫,০০০ টাকা ঘ. ২২,৫০০ টাকা

২. জুন ২০ তারিখের লেনদেনটি কোন বইতে

লিপিবদ্ধ করা হবে?

ক. এক ঘরা নগদান বইতে

খ. দুই ঘরা নগদান বইতে

গ. তিন ঘরা নগদান বইতে

ঘ. নগদ প্রাপ্তি জাবেদায়

৩. কোন বাট্টা তিন ঘরা নগদান বইতে

লিপিবদ্ধ করা হয়?

ক. প্রদত্ত বাট্টা খ. ক্রয় বাট্টা

গ. বিক্রয় বাট্টা ঘ. কারবারি বাট্টা

৪. অপুর নিকট থেকে ৫,০০০ টাকার একটি চেক

পেয়ে সাকিবকে প্রদান করলে দুই ঘরা নগদান

বইয়ের কোন দিকে বসবে?

ক. উভয় দিকে ব্যাংকের ঘরে

খ. উভয় দিকে নগদের ঘরে

গ. ডেবিট দিকে নগদের ঘরে

ঘ. ক্রেডিট দিকে নগদের ঘরে

৫. কাশেমকে তার পাওনা পরিশোধের সময় কিছু

টাকা কম পরিশোধ করা হলে ওই কম টাকাকে

কী বলে?

ক. প্রাপ্ত বাট্টা .খ. প্রদত্ত বাট্টা

গ. ক্রয় বাট্টা ঘ. বিক্রয় বাট্টা

৬. কোন ধরনের নগদান বই সংরক্ষণ করা ক্রমশ

হ্রাস পাচ্ছে?

ক. নগদ প্রাপ্তি জাবেদা খ. খুচরা নগদান বই

গ. এক ঘরা নগদান বই ঘ. তিন ঘরা নগদান বই

৭. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে—

i. অনাদায়ী পাওনা

ii. ৫০০ টাকা উত্তোলন

iii. নগদে ১,০০০ টাকার পণ্য ক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. নগদান বইয়ের মাধ্যমে—

i. নগদ তহবিলের পরিমাণ জানা যায়

ii. অতিরিক্ত ব্যয়ের পরিমাণ জানা যায়

iii. নগদ তহবিলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. মি. বেলালের কাছে থেকে ১০% বাট্টায় ২০,০০০

টাকার পণ্য ক্রয় করে তাকে ১০,০০০ টাকা নগদে

প্রদান করা হলে, নগদান বই বহির্ভূত লেনদেনের

পরিমাণ কত?

ক. ৮,০০০ টাকা খ. ১০,০০০ টাকা

গ. ১৮,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

১০. কন্ট্রা অ্যান্ট্রি কী?

ক. সমন্বয় দাখিলা খ. প্রারম্ভিক দাখিলা

গ. পরিপূরক দাখিলা ঘ. বিপরীত দাখিলা।

১১. নগদান বই কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১২. এক ঘরা নগদান বই ও তিন ঘরা নগদান

বইয়ের মধ্যে কয়টি ঘরের পার্থক্য রয়েছে?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

১৩. ক্যাশবুকের ডেবিট দিকে কী লেখা হয়?

ক. ডেবিট নোট খ. ক্রেডিট নোট

গ. ডেবিট ভাউচার ঘ. ক্রেডিট ভাউচার

১৪. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট দিকের

যোগফল বেশি হলে তাকে কী বলা হয়?

ক. হাতে নগদ জমা

খ. ব্যাংক জমার উদ্বৃত্ত

গ. ব্যাংক জমাতিরিক্ত

ঘ. ব্যাংক স্থায়ী আমানত

১৫. বিজ্ঞাপন বাবদ প্রদান ২০০ টাকা। এখানে

নগদ প্রদান জাবেদায় কোন কলামে লিপিবদ্ধ

করা হবে?

ক. ক্রয় খ. পাওনাদার

গ. অন্যান্য হিসাব ঘ. বাট্টা



উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর পশ্নের উত্তর দাও :

আলম ব্রাদার্স ১০% বাট্টায় ৪০,০০০ টাকার পণ্য নিলয় ব্রাদার্সের নিকট হতে ক্রয় করে ৩০% চেকে এবং ৪০% নগদে পরিশোধ করল। পরবর্তী চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত এলো।

১৬. আলম ব্রাদার্সের নগদের ঘরে কত টাকা অন্তর্ভুক্ত হবে?

ক. ১২,০০০ টাকা খ. ১৪,৪০০ টাকা

গ. ১৬,০০০ টাকা ঘ. ২৮,০০০ টাকা

১৭. আলম ব্রাদার্সের প্রত্যাখ্যাত চেক দ্বারা কোনটি

প্রভাবিত হবে?

ক. নগদ জের বৃদ্ধি পাবে

খ. নগদ জের হ্রাস পাবে

গ. ব্যাংক জের বৃদ্ধি পাবে

ঘ. ব্যাংক জের হ্রাস পাবে।

১৮. নগদ প্রাপ্ত বাট্টা কী হিসেবে বিবেচিত হয়?

ক. বিক্রেতার আয় খ. বিক্রেতার ব্যয়

গ. ক্রেতার আয় ঘ. ক্রেতার ব্যয়

১৯. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে?

ক. অনাদায়ী পাওনা খ. অনাদায়ী দেনা

গ. কমিশন ঘ. উপভাড়া

২০. পণ্য বিক্রি বা পাওনা বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কী বলে গণ্য হবে?

ক. দাগকাটা চেক খ. বাহক চেক

গ. খোলা চেক ঘ. হুকুম চেক

২১. ব্যাংক স্টেটমেন্ট কী?

ক. আমানতকারীর আয়-ব্যয় বিবরণী

খ. আমানতকারীর নগদান হিসাব

গ. আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ

ঘ. আমানতকারীর লাভ-লোকসান হিসাবের বিবরণ

২২. নিচের কোনটির মাধ্যমে লেনদেন করা অধিক নিরাপদ?

ক. নগদ অর্থে খ. চেকের মাধ্যমে

গ. ধারে ঘ. হুন্ডির মাধ্যমে

২৩. ব্যাংক আমানতকারীর হিসাব থেকে কেটে রাখে—

i. ব্যাংক চার্জ

ii. উত্তোলনের সুদ

iii. মুনাফার অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. একটি নির্দিষ্ট সময়ের সমাপনী নগদ জের বের করার জন্য প্রারম্ভিক নগদের সহিত—

i. নগদ প্রাপ্তিগুলো যোগ করতে হয়

ii. নগদ প্রদানগুলো বিয়োগ করতে হয়

iii. ধারে বিক্রি যোগ ও বিয়োগ করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নগদ প্রাপ্তি জাবেদার জের খতিয়ানের নগদান হিসাবের কোন দিকে লিখতে হয়?

ক. ডেবিট

খ. ক্রেডিট

গ. ডেবিট ও ক্রেডিট উভয়

ঘ. কোনো ঘরেই নয়

২৬. নগদ প্রাপ্তি জাবেদায় বিক্রয়ের প্রকৃত পরিমাণ কোথায় লিখতে হয়?

ক. নগদান কলামে

খ. দেনাদার কলামে

গ. বিক্রয় কলামে

ঘ. অন্যান্য হিসাব ঘরে

২৭. তিন ঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের যোগফল—

i. পার্থক্য নির্ণয় করা হয়

ii. পৃথক পৃথকভাবে লিখতে হয়

iii. পার্থক্য নির্ণয় করা হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. বাট্টা কাকে প্রদান করতে হয়?

ক. দেনাদারকে খ. পাওনাদারকে

গ. বিক্রেতাকে ঘ. সরকারকে

২৯. অফিসের জন্য ৫০০০ টাকা উত্তোলন, পথে ৫০০ টাকা ছিনতাই হলো, নগদান হিসাব কত হবে?

ক. ৫০০ টাকা খ. ৪,৫০০ টাকা

গ. ৫,০০০ টাকা ঘ. ৫,৫০০ টাকা

৩০. কোনটিকে ব্যবসায়ের অপরিহার্য উপাদান মনে করা হয়?

ক. দেনাদার খ. পাওনাদার

গ. নগদ ঘ. ব্যাংক



উত্তরমালা :

১. ঘ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. গ।

No comments

Powered by Blogger.