৫ম শ্রেনিঃ বিশ্ব পরিচয়ঃ ব্রিটিশ শাসন
৫ম শ্রেনিঃ বিশ্ব পরিচয়ঃ ব্রিটিশ শাসন
অধ্যায়-২ : ব্রিটিশ শাসন
১. পর্তুগিজ, ডাচ এবং ফরাসিদের সঙ্গে প্রতিযোগিতায় ইংরেজরাই শেষ পর্যন্ত টিকে থাকেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে তারা ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন।
২, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন। রায়দুর্লভ এবং জগৎশেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি।
৩. ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাকতার কারণে নবাব পরাজিত হন। বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।
৪. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ বছর এ দেশে ইস্ট-ইন্ডিয়া কেম্পানির শাসন চলে। প্রায় একশ বছর পর ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দেখা দেয়।
৫. ১৮৫৮ সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয় যা চলে ১৮৪৭ সাল পর্যন্ত।
৬. ১৮ শতকের শেষভাগ থেকে ১৮ শতকজুড়ে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘটে। বিদ্রোহী নেতা তিতুমীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। ১৮৩১ সালের আন্দোলনে তিতুমীর পরাজিত ও নিহত হন।
৭. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যাপকভাবে সফল হয়েছিল। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়ে সারা ভারত ছড়িয়ে পড়ে।
৮. এ বিদ্রোহে প্রায় ১,০০,০০০ ভারতীয় মারা যায়।
৯. ২০ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ নামে রাজনৈতিক দল গঠিত হয়।
১০. ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত নেয়, একে বঙ্গভঙ্গ বলে।
১১. আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ববাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেয়া হয়।
১২. রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল ১৯০৬ সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন।
১৩. লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার চেতনা আরও বেগবগান হয়।
Post a Comment