জেনে নিনঃ তাজহাট রাজবাড়ি
জেনে নিনঃ তাজহাট রাজবাড়ি
১৯৮৪ থেকে ১৯৯১ সাল বাড়িটি রংপুরের হাইকোর্ট হিসেবে ব্যবহার করা হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা দেন। ২০০৫ সালে রংপুর জাদুঘর সরিয়ে এ বাড়ির দ্বিতীয় তলায় স্থানান্তর করে।
পুরনো নানা নিদর্শন সংরক্ষিত আছে এই জাদুঘরে। উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে—পোড়ামাটির ফলক ও অলংকৃত ইট, মধ্যযুগের কামান, আওরঙ্গজেবের সময়কার কোরআনসহ মহাভারত ও রামায়ণের পাণ্ডুলিপি, কালোপাথরের বিষ্ণুর প্রতিকৃতি।
ভবন চত্বরে রয়েছে বিশাল খোলা মাঠ, পুকুর ও নানা প্রজাতির গাছ। জনশ্রুতি আছে, প্রাসাদটির পেছন ভাগে সুড়ঙ্গের সঙ্গে যুক্ত একটি সিঁড়ি রয়েছে, যা সরাসরি ঘাঘট নদীর সঙ্গে যুক্ত।
Post a Comment