নবম ও দশম শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
নবম ও দশম শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
১। একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে কোন যুগ উপহার দিয়েছে?
ক) তথ্য যুগ
খ) যোগাযোগ যুগ
গ) মোবাইল যুগ
ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ
২। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে—
ক) সময় বেশি কিন্তু খরচ কম হয়
খ) সময় ও খরচ খুবই কম হয়
গ) খরচ বেশি কিন্তু সময় কম হয়
ঘ) সময় ও শক্তি খরচ বেশি হয়
৩। কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?
ক) বিশ্বায়ন
খ) উষ্ণায়ন
গ) বন্যা
ঘ) চেকপোস্ট না থাকা
৪। বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ—
i. শুধু মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে
ii. জ্ঞান ধারণ করতে পারে
iii. জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫। পৃথিবীর সম্পদের এই নতুন সারণি—
i. সারা পৃথিবীতে মানুষের চিন্তা-ভাবনার জগিট পাল্টে দিয়েছে
ii. সারা পৃথিবীতে মানুষের চিন্তা- ভাবনার জগিট স্থির রেখেছে
iii. সারা পৃথিবীতেই মানুষ আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬। বিশ্বায়নের কারণে—
i. দেশের সীমা এখন বিশ্বব্যাপী ছড়িয়েছে
ii. এক দেশের অধিবাসী হয়ে অন্য দেশের নাগরিক হওয়া যায়
iii. আন্তর্জাতিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭। শিল্প বিপ্লবে অংশগ্রহণকারী দেশগুলো পরবর্তী সময়—
i. পৃথিবীকে নিয়ন্ত্রণ করে
ii. পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করে
iii. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর
১.ঘ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক।
Post a Comment