Header Ads

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি : বাংলা


প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি : বাংলা

৬.   ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। ওই শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ :      ১–৫=৫

     ক. নারী পুরুষের মধ্যকার -- দূর করতে হবে।
     খ. শিক্ষা আমাদের মৌলিক .......।
     গ. --- আমাদের দেশের একটি বড় সমস্যা।
     ঘ. আমি আমাদের বংশের একমাত্র পুত্র......।
     ঙ. ধর্মীয় কুসংস্কার নারী শিক্ষার পথে এক বিরাট----।
৭.   নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ : ৫–৩=১৫
     ক. বাংলাদেশের জনসংখ্যা কেন সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে? পাঁচটি বাক্যে লেখ।
     খ. কী কী কারণে জনসংখ্যা বৃদ্ধি ঘটে? পাঁচটি বাক্যে লেখ।
     গ. জনসংখ্যা বৃদ্ধি রোধে আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে? পাঁচটি বাক্যে লেখ।
৮.   নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা কর।      ২–৫=১০
     ক. ত্র্য      খ. স্ত্র    গ. জ্ঞ ঘ. ঘ্ন    ঙ. হ্ম
৯.   উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লেখ. : ৫
     জগদীশ চন্দ্র্র এক বছর ডাক্তারি পড়ার পর ১৮৮১ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে উচ্চশিক্ষা লাভ করে তিনি ১৮৮৫ সালে দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন তখন দেশ ছিল পরাধীন এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার তিন ভাগের দুই ভাগ।
১০.  এককথায় প্রকাশ করে উত্তর লেখ :   ১–৫=৫
     ক. সোনালি রঙের বুনো লতা    খ. দেশ চালায় যে 
     গ. শুয়ে আছে এমন                ঘ. নিজের লোক
     ঙ. ভিন্ন দেশে বাস করে যে
১১.  নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ। ১–৫=৫
     ক. ধরা খ. তেষ্টা গ. পন্থা ঘ. বর্গি ঙ. বেণুবন
১২.  কবিতাংশটি পড়ে উত্তর লেখ—
     এই যে নদী
     নদীর জোয়ার
     নৌকা যারে যারে,
     একলা বসে আপন মনে
     বসে নদীর ধারে
     এই ছবিটি চেনা।
     মনের মধ্যে যখন খুশি
     এই ছবিটি আঁকি।
     এক পাশে তার জারুলগাছে।
     দুটি হলুদ পাখি।
     এমনি পাওয়া এই ছবিটি
     কড়িতে নয় কেনা।
     ক. কবিতাটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২
     খ. কোন ছবিটি চেনা? সেই ছবিটি সম্পর্কে তিনটি বাক্য লেখ। ৩
     গ. প্রদত্ত কবিতাংশটির মূলভাব পাঁচটি বাক্যে লেখ।    ৫
১৩.  মনে কর, তোমার নাম আবিদ/আবিদা। তুমি বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। বিজয় দিবস উপলক্ষে তোমার বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা/চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এ পরিপ্রেক্ষিতে নিচের ফরমটি পূরণ কর।    ৫

No comments

Powered by Blogger.