Header Ads

সপ্তম শ্রেণিঃ বাংলা প্রথম পত্র



সপ্তম শ্রেণিঃ বাংলা প্রথম পত্র
নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
     বহু নির্বাচনী প্রশ্ন
১.   ‘নতুন দেশ’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
     i. শিক্ষার্থীর অনুসন্ধিৎসা জাগ্রত করা
     ii. শিক্ষার্থীর কল্পনাশক্তি জাগ্রত করা
     iii. শিক্ষার্থীর সৃজনশীলতা জাগ্রত করা
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii         খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i,ii ও iii
২.   ‘ভাটা’ কী?
     ক. চাঁদের শক্তির আকর্ষণে নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া।
     খ. সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রের বেড়ে ওঠা জলের কমে যাওয়া।
     গ. চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া।
     ঘ. চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে কমে যাওয়া জলের বেড়ে ওঠা।
৩.   ‘নতুন দেশ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
     ক. সহজ পাঠ      খ. কৈশোর   গ. আমার ছেলেবেলা    ঘ. গল্পগুচ্ছ
৪.   ‘নতুন দেশ’ কবিতায় কোনটি প্রকাশিত হয়েছে?
     i. অজানাকে জানার সীমাহীন কৌতূহল
     ii. প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা
     iii. চার দেয়ালের মধ্যে বন্দী থেকেও কল্পনাশক্তির বৃদ্ধি
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও iii   খ. i ও ii    গ. ii ও iii    ঘ. iii
উত্তরমালা : ১. ঘ ২. গ ৩. ক ৪. খ

No comments

Powered by Blogger.