Header Ads

নবম ও দশম শ্রেণিঃ ভূগোল ও পরিবেশ


নবম ও দশম শ্রেণিঃ ভূগোল ও পরিবেশ
বহু নির্বাচনী প্রশ্ন

১। বায়ুমণ্ডলের ওজনের শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
২। এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য রয়েছে-
i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) র, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৩। কোন মণ্ডলের স্তরের নাম মেসোপেজ?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
৪। তাপ মণ্ডলের নিন্ম অংশকে কী বলে?
ক) আয়নমণ্ডল খ) সমমণ্ডল গ) বিষমমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
৫। কোনো অঞ্চলের সাধারণত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক) ১০-১৫ খ) ২০-২৫ গ) ২০-৩০ ঘ) ৩০-৪০
৬। কোন রেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
ক) মেরুরেখা খ) নিরক্ষরেখা গ) অক্ষরেখা ঘ) দ্রাঘিমারেখা
৭। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কেমন করে?
ক) চরমভাবাপন্ন খ) মৃদুভাবাপন্ন গ) সমভাবাপন্ন ঘ) বিষমভাবাপন্ন
৮। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?
ক) চরমভাবাপন্ন জলবায়ু খ) মৃদুভাবাপন্ন জলবায়ু গ) সমভাবাপন্ন জলবায়ু ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু
৯। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার কোনটি?
ক) নদী খ) সমুদ্র গ) পুকুর ঘ) ঝরনা
১০। বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?
ক) আর্দ্রতা খ) হিমাঙ্ক গ) শিশিরাঙ্ক ঘ) বাষ্পীভবন
১১। বায়ুর আর্দ্রতাকে কয় ভাবে প্রকাশ করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
১২। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
ক) থার্মোমিটার খ) ফেদমিটার গ) হাইগ্রোমিটার ঘ) হাইড্রোমিটার
১৩। জলবায়ুর নিয়ামক কোনটি?
i. অক্ষাংশ ii. বায়ু প্রবাহ iii. মৃত্তিকার গঠন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১৪। বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু মৃদুভাবাপন্ন?
i. কক্সবাজার ii. রাজশাহী iii. পটুয়াখালী
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর : ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। খ ৭। খ ৮। ক ৯। খ ১০। গ ১১। ঘ ১২। গ ১৩। ঘ ১৪। খ

No comments

Powered by Blogger.