প্রশ্নের উত্তর লেখার প্রস্তুতিঃ
প্রশ্নের উত্তর লেখার প্রস্তুতিঃ এখানে ১ থেকে ১১ নং প্রশ্নের উত্তর লেখার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রইল: ১ (A) নং প্রশ্নের উত্তর লেখার জন্য শুধু প্রশ্নের নম্বর ও সঠিক শব্দটি লিখবে। আর উত্তরের সাথে কোনো অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন যেমন: কমা (,) , ফুলস্টপ (.) ইত্যাদি ব্যবহার করবে না। ১ (B) নং প্রশ্নের উত্তরে উত্তরগুলো সংক্ষেপ ও প্রাসঙ্গিক হতে হবে। প্রদত্ত অনুচ্ছেদ থেকে হুবহু কোন লাইন তুলে দিবে না। ২নং প্রশ্নের উত্তর phrases ব্যবহার করে লিখবে। সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো উপস্থাপন করবে। বাক্য লিখবে না। আর উত্তরের সাথে কোনো অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন যেমন: কমা (,) , ফুলস্টপ (.) ইত্যাদি ব্যবহার করবে না। । বক্সগুলো উপরে নীচে অথবা পাশাপাশি সাজালে হবে তবে অবশ্যই এ্যারো চিহ্ন (() ব্যবহার করবে। ৩ নং প্রশ্নের উত্তরে যে Summary লিখবে তা যেন প্রদত্ত Passage/ Comprehension এর মূল বিষয়টি প্রকাশ পায়। ৪ নং এবং ৫ নং প্রশ্নের উত্তরে সঠিক উত্তরটি varticaly উপর-নিচে করে লিখবে । আর উত্তরের সাথে কোন অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন যেমন: কমা (,) , ফুলস্টপ (.) ইত্যাদি ব্যবহার করবে না। ৬ নং প্রশ্নের উত্তরে সঠিক Order টি বক্স করে লিখবে এবং বাক্যগুলোকে Paragraph আকারে লিখতে হবে না । ৭ নং প্রশ্নের উত্তরে Paragraph লেখার সময় অবশ্যই প্রথমে Title বা শিরোনাম দিবে। শিরোনাম লেখার ক্ষেত্রে Articles, Preposition ছাড়া অন্য শব্দের প্রথম অক্ষরটি Capital Letter ব্যবহার করে লিখতে হবে। একই সাথে Paragraph টি সঠিক Structure বা গঠন অনুসরণ করে লিখতে হবে। যেমন: প্রথম বাক্যটি এমনভাবে লিখবে যেন বাক্যটির উপর ভিত্তি করে ১৫/১৮টি বাক্য লেখা যায়। তাই এই বাক্যটিকে বলা হয় Topic Sentence/ Introducer। পরে Why (কেন), How (কীভাবে) দ্বারা প্রশ্ন করে Topic Sentence/ Introducer এর বিষয়টিকে ব্যাখ্যা করবে। আর একই সাথে প্রশ্নে দেয়া প্রশ্নের উত্তর গুলোও ধারাবাহিকভাবে লিখবে। মনে রেখো, শুধু প্রশ্নের উত্তর লিখলেই Paragraph হবে না। ধারণা গুলোর ভাব যৌক্তিকভাবে প্রকাশ হতে হবে। পরিশেষে উপসংহারে একটি বাক্য লিখবে যা Topic Sentence/ Introducer এর ধারণা প্রকাশ পায়। ৮ নং প্রশ্নের উত্তরে Complleting Story লেখার সময় প্রথমে Title দিবে এবং প্রশ্নে প্রদত্ত অংশটি তুলতে হবে এবং Underline করবে এবং ছোট ছোট ৪ থেকে ৫টি Paragraph লিখতে হবে যার মাঝে Dialogue থাকবে। Moral থাকতে পারে নাও থাকতে পারে । ৯ নং প্রশ্নের জন্য ই-মেইল ও Letter এর সঠিক formal অনুসরণ করে লিখবে। তবে এক্ষেত্রে এক পেজ লেখাই ভালো যেহেতু নম্বর মাত্র ৫ । ১০ নং প্রশ্নের জন্য গ্রাফ/চার্ট টি compare and contrast করে এমন ভাবে বর্ণনা করবে যেন পরীক্ষক তোমার লেখা পরেই ছবিটি আঁকতে পারে। ১১ নং প্রশ্নের জন্য শুধু কবিতার শিক্ষণীয় বিষয়টি লিখবে। অর্থাত্ কবিতাটির moral/lesson টি ৫০ শব্দের মধ্যে লিখবে । তবে এক্ষেত্রে কোন শব্দ কবিতা থেকে না দেয়া ভালো । মনে রেখো ৫০ শব্দের বেশী লেখা যাবে না । পরিশেষে প্রতিটি উত্তরের সাথে প্রশ্নের নম্বর ঠিক আছে কিনা, তা ভালোভাবে খেয়াল রাখবে এবং পরে রিভিশন দিবে। তোমাদের প্রতি রইল আমার শুভ কামনা। তোমাদের সকলের পরীক্ষা যেন তোমাদের আশানুরূপ হয়। অবশ্যই শরীরের প্রতি সব সময় খেয়াল রাখবে।
Post a Comment