৮ম শ্রেণিঃ বাংলা দ্বিতীয়পত্র
৮ম শ্রেণিঃ বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
বচন
১. নিচের কোনটি সঠিক?
ক. সব ছাত্ররা ক্লাসে এসেছিল খ. ছাত্রদল ক্লাসে এসেছিল
গ. সকল ছাত্রবৃন্দ ক্লাসে এসেছিল √ঘ. সব ছাত্র ক্লাসে এসেছিল
২. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ খ. কুল গ. বর্গ √ঘ. দাম
৩. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. লাল, যূথ খ. সকল, সমূহ গ. গণ, বৃন্দ √ঘ. রাশি, রাজি
৪. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক. রাশি খ. এবং গ. ন √ঘ. গুলো
৫. ‘পর্বত’ শব্দের বহুবচন-
ক. পর্বতগুচ্ছ √খ. পর্বতমালা গ. পর্বতপুঞ্জ ঘ. পর্বতসমূহ
৬. নিচের কোনটি সঠিক?
√ক. জনগণ খ. হস্তিদাম গ. ডাকাতপুঞ্জ ঘ. পর্বতগুচ্ছ
৭. কোনটি সঠিক বহুবচন?
√ক. হস্তিযূথ খ. মন্ত্রীসকল গ. তারকাবৃন্দ ঘ. কবিতারাজি
৮. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক. ফুল √খ. মালা গ. সমাজ ঘ. মণ্ডলী
৯. ‘সাহেব’ শব্দের বহুবচন কেনটি?
ক. সাহেবসমূহ √খ. সাহেবান গ. সাহেবমণ্ডলী ঘ. সাহেবকুল
১০. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তৎসম √খ. পারিভাষিক গ. অর্ধ-তৎসম ঘ. বিদেশি
১১. বচন অর্থ কী?
√ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা
১২. কেবল কোন কোন পদের বচনভেদ আছে?
ক. বিশেষ্য ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ গ. সর্বনাম ও অব্যয় √ঘ. বিশেষ্য ও সর্বনাম
পদের শ্রেণি বিভাগ
১. তাজমহল, স্বপন ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. স্থানবাচক খ. জাতিবাচক গ. বস্তুবাচক √ঘ. সংজ্ঞাবাচক
২. নিচের কোন গুচ্ছ সমষ্টিবাচক শব্দ?
ক. সভা, সমিতি, দল, মানুষ খ. দল, সমিতি, মুসলমান
গ. মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান √ঘ. সভা, সমিতি, দল, মানুষ
৩. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?
ক. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন খ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
গ. রমিজ বই পড়ে √ঘ. ঘণ্টা বেজে উঠল
২. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ খ. কুল গ. বর্গ √ঘ. দাম
৩. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. লাল, যূথ খ. সকল, সমূহ গ. গণ, বৃন্দ √ঘ. রাশি, রাজি
৪. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক. রাশি খ. এবং গ. ন √ঘ. গুলো
৫. ‘পর্বত’ শব্দের বহুবচন-
ক. পর্বতগুচ্ছ √খ. পর্বতমালা গ. পর্বতপুঞ্জ ঘ. পর্বতসমূহ
৬. নিচের কোনটি সঠিক?
√ক. জনগণ খ. হস্তিদাম গ. ডাকাতপুঞ্জ ঘ. পর্বতগুচ্ছ
৭. কোনটি সঠিক বহুবচন?
√ক. হস্তিযূথ খ. মন্ত্রীসকল গ. তারকাবৃন্দ ঘ. কবিতারাজি
৮. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক. ফুল √খ. মালা গ. সমাজ ঘ. মণ্ডলী
৯. ‘সাহেব’ শব্দের বহুবচন কেনটি?
ক. সাহেবসমূহ √খ. সাহেবান গ. সাহেবমণ্ডলী ঘ. সাহেবকুল
১০. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তৎসম √খ. পারিভাষিক গ. অর্ধ-তৎসম ঘ. বিদেশি
১১. বচন অর্থ কী?
√ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা
১২. কেবল কোন কোন পদের বচনভেদ আছে?
ক. বিশেষ্য ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ গ. সর্বনাম ও অব্যয় √ঘ. বিশেষ্য ও সর্বনাম
পদের শ্রেণি বিভাগ
১. তাজমহল, স্বপন ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. স্থানবাচক খ. জাতিবাচক গ. বস্তুবাচক √ঘ. সংজ্ঞাবাচক
২. নিচের কোন গুচ্ছ সমষ্টিবাচক শব্দ?
ক. সভা, সমিতি, দল, মানুষ খ. দল, সমিতি, মুসলমান
গ. মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান √ঘ. সভা, সমিতি, দল, মানুষ
৩. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?
ক. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন খ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
গ. রমিজ বই পড়ে √ঘ. ঘণ্টা বেজে উঠল
৪. সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. সমষ্টিবাচক খ. সংজ্ঞাবাচক √গ. গুণবাচক ঘ. বস্তুবাচক
ক. সমষ্টিবাচক খ. সংজ্ঞাবাচক √গ. গুণবাচক ঘ. বস্তুবাচক
Post a Comment