ইসলাম ও নৈতিক শিক্ষা -2
ইসলাম ও নৈতিক শিক্ষা
সহকারি শিক্ষক
আকাইদ-বিশ্বাস
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১০৭। কবরে কোন প্রশ্ন জিজ্ঞেস করা হবে?
ক. তোমার রব কে
খ. তোমার দ্বীন বা জীবনব্যবস্থা কী
গ. এ ব্যক্তি কে ঘ. ওপরের সবগুলোই সঠিক
১০৮। আজাব অর্থ কী?
ক. শান্তি খ. শাস্তি
গ. জান্নাত ঘ. জাহান্নাম
১০৯। কবরে জীবন কাদের জন্য সুখী হবে?
ক. যারা প্রচুর ধনসম্পত্তির মালিক
খ. যারা দরিদ্র মানুষকে সাহায্য করেনি
গ. যাদের ভেতরে অহঙ্কার
ঘ. যারা সওয়ালের সঠিক জওয়াব দিতে পারবে
১১০। কবরের জীবন কাদের জন্য ভীষণ কষ্টদায়ক হবে?
ক. যারা অতি সহজে সওয়ালের সঠিক জওয়াব দিতে
পারবে?
খ. যারা সওয়ালের সঠিক জওয়াব দিতে পারবে না
গ. যাদের প্রচুর রোগব্যাধি থাকবে
ঘ. যাদের প্রচুর পরিমাণে ধনসম্পদ থাকবে
১১১। কবরের আজাব থেকে মুক্তির জন্য আমাদের কী করা
উচিত?
ক. সময়মতো খাওয়া দাওয়া করা
খ. মহান আল্লাহতায়ালার যাবতীয় আদেশ-নির্দেশ মেনে চলা
গ. নবী-রাসূলগণের উপদেশ মানা
ঘ. খ, গ উভয়ই সঠিক
১১২। যেদিন আল্লাহর নাম নেয়ার মতো একটা লোকও
থাকবে না সেদিন আল্লাহ এ বিশ্বজগৎ এবং সবকিছু ধ্বংস করে দেবেন। একে কী বলে?
ক. হাশর খ. মিজান
গ. কিয়ামত ঘ. জান্নাত
১১৩। কোনটি কিয়ামতের আলামত?
ক. মানুষ আল্লাহকে ভুলে চরম অবাধ্য হবে
খ. আল্লাহর নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না
গ. সব মানুষ তখন ঈমানদার হয়
ঘ. ক ও খ উভয়ই
১১৪। কিয়ামতে কোনটি ঘটবে?
ক. সব মানুষ সুস্থ হয়ে যাবে
খ. প্রচুর ঝড়-বৃষ্টি হবে
গ. পৃথিবীসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে
ঘ. মানুষ পাগল হয়ে যাবে
১১৫। কিয়ামতের ভয় আমাদের কোনটি থেকে বিরত রাখবে?
ক. টাকা-পয়সা ও ধনসম্পত্তি থেকে
খ. সব জ্ঞানার্জন থেকে
গ. সব খারাপ কথা ও কাজ থেকে
ঘ. সব বৈধ কর্ম থেকে
উত্তর : ১০৭। ঘ ১০৮। খ ১০৯। ঘ ১১০। খ ১১১। ঘ ১১২। গ ১১৩। ঘ ১১৪। গ ১১৫। গ।
Post a Comment