এসএসসিঃ বাংলা প্রথমপত্রঃ মডেল টেস্ট ১
এসএসসিঃ বাংলা প্রথমপত্রঃ মডেল টেস্ট ১
ক অংশ—গদ্য
১। আকলিমার স্বামী কোনো কাজ করে না, তাই তিনি অন্যের বাড়িতে কাজ করেন। স্বল্প আয়ে সংসার চলে না বলে বিভিন্ন বাড়ি থেকে তেল, মসলা, পেঁয়াজ, রসুন এনে রান্নার কাজে ব্যবহার করেন। অন্যের বাড়িতে তাঁর কাজ করতে ইচ্ছে করে না, তবুও বাধ্য হয়ে করতে হয়।
(ক) মমতাদির স্বামীর চাকরি কবে হয়েছে বলে সে লেখকের মাকে জানায়?
(খ) মমতাদিকে কেউ মেরেছে বলে লেখকের সন্দেহ হলো কেন? ব্যাখ্যা করো।
(গ) আকলিমার সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির কোন দিকটির বৈসাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
(ঘ) ‘মমতাদি’ গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে কি? বিশ্লেষণ করো।
২। মা মরা মেয়ে লতিফা আজ শ্বশুরবাড়ি যাবে।সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে বিয়ের যাবতীয় খরচ জোগাড় করলেন। কিন্তু পণের টাকা জোগাড় করতে পারেননি—এই কথা জানালে বর হালিমের বাবা হাশেম মিয়া ছেলেকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে গেলেন। ছেলেও বাবার কথায় কোনো প্রতিবাদ না করে তাকে অনুসরণ করল।
(ক) নিরুপমার স্বামী কী কাজ করতেন?
(খ) ‘অবস্থা এমন হইল যে, সংসারের খরচ আর চলে না’— কেন?
(গ) উদ্দীপকের হালিমের সঙ্গে নিরুপমার বরের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
(ঘ) ‘যৌতুক প্রথার ভয়াবহ পরিণতি নিরুপমার মতো লতিফার জীবনে নেমে আসতে পারেনি’—কথাটির সত্যতা যাচাই করো।
৩। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি—ভাবলি এতেই জাতির জান,
তাই তো বেকুব, করলি তোরা এক জাতিরে একশখান।
এখন দেখিস ভারতজোড়া পচে আছিস বাসি মড়া,
মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া।
(ক) ‘সন্ধ্যাহ্নিক’ কী?
(খ) ‘কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করিয়াছিল’—ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে, তা ব্যাখ্যা করো।
(ঘ) “উদ্দীপকের কবির ইচ্ছা যদি ‘অভাগীর স্বর্গ’ গল্পে প্রতিফলিত হতো, তবে অভাগীর পরিণতি হয়তো ভিন্নতর হতো”—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
৪। হরিনামপুরের চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে উপলক্ষে বিরাট আয়োজন। এলাকার ধনী-গরিব সবাই এসেছেন দাওয়াত খেতে। দরিদ্র কৃষক গণি মিয়াও তাঁর ছেলে গিয়াসকে নিয়ে দাওয়াত খেতে এসেছেন। কিন্তু বিপত্তি ঘটল গিয়াসের হাত থেকে পড়ে একটি গ্লাস ভেঙে যাওয়ায়। চেয়ারম্যান সাহেবের স্ত্রী স্বামীর ওপর রাগ করে বললেন—‘এসব ছোটলোকদের দাওয়াত দিয়ে ভুল করেছ। ওরা কি এক সারিতে বসে খাওয়ার যোগ্য?’ চেয়ারম্যান তাকে থামানোর চেষ্টা করে বলেছেন, ‘এদের কারণেই আমি আজ হরিনামপুরের চেয়ারম্যান। ’
(ক) ‘বোধন বাঁশি’ কী?
(খ) আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?
(গ) উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে বর্ণিত কাদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
(ঘ) ‘এরাই তো আমাদের ভাগ্য নিয়ন্তা’—উদ্দীপকের চেয়ারম্যানের এই বক্তব্যে যে মানসিকতার পরিচয় মেলে, তা ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
খ অংশ—পদ্য
(ক) বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
(খ) এ পৃথিবীতে কবি অমরালয় রচনা করতে চান কেন?
(গ) ‘প্রাণ’ কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
(ঘ) “মাদার তেরেসার জীবন পরিণতিই ‘প্রাণ’ কবিতার মূল উপজীব্য” মন্তব্যটি বিশ্লেষণ করো।
৬। এইচএসসি পাসের পর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমায় রাশেদ। কিন্তু তার মন সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে স্বদেশে রেখে যাওয়া ছোট গ্রাম, সেখানকার আম্রকানন, বিস্তৃত ধানক্ষেত। তার ভাষায়, স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ তার প্রিয় স্বদেশ।
(ক) ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?
(খ) ‘স্নেহের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের রাশেদের অনুভূতি ‘কপোতাক্ষ নদ’ কবিতার সঙ্গে কতটা সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
(ঘ) ‘উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে, তা-ই ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল ভাব’—কথাটির সত্যতা বিচার করো।
৭। ‘শিল্পী, কবি, দেশি কি বিদেশি সাংবাদিক
খদ্দের শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজ সেবিকা
সবাই এলেন ছুটে, পল্টনের মাঠ শুনবেন
দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি দৃঢ়, ঋজু,
শোনালেন কিছু কথা, যেন নেতা নন,
অলৌকিক স্টাফ রিপোর্টার। ’
(ক) ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি কোথা থেকে সংকলিত?
(খ) ‘মার্চের বিরুদ্ধে মার্চ’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্ধৃত কবিতাংশে ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’— কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তার বর্ণনা দাও।
(ঘ) উদ্দীপকের মৌলানা ভাসানী এবং নির্মলেন্দু গুণের ‘কবি’ এক সূত্রে গাঁথা—বিশ্লেষণ করো।
গ অংশ—উপন্যাস
ছেলেটি মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়। কাফনের কাপড় জোটেনি, তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে!
(ক) আহাদ মুন্সীর সঙ্গে কয়জন রাজাকার ছিল?
(খ) ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’—মধুরে কথা বলার কারণ কী?
(গ) উদ্দীপকের ঘটনাটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
(ঘ) “উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মূলভাব উপস্থাপিত হয়নি”—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
৯। তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল।
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
তুমি আসবে বলে শহরের বুকে
জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো
ছাই হলো গ্রামের পর গ্রাম
(ক) বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে?
(খ) ‘আল্লাহ মাফ করুক। এখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়। ’ কথাটি ফজু মিয়া কেন বলেছিল।
(গ) উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, তা ব্যাখ্যা করো।
(ঘ) সাকিনা, হরিদাসী আর বুধার জন্যই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ—মন্তব্যটি বিশ্লেষণ করো।
ঘ অংশ—নাটক
(ক) কত বছর যাবত্ হকিকুল্লাহ বহিপীরের খেদমত করছে?
(খ) জমিদার হাতেম আলীর মনে শান্তি নেই কেন?
(গ) ‘বহিপীর’ নাটকের হাতেম আলীর চরিত্রের সঙ্গে উদ্দীপকের শরিফ মিয়ার চরিত্রের পার্থক্য নিরূপণ করো।
(ঘ) “উদ্দীপকের খালেদা চরিত্রটি ‘বহিপীর’ নাটকের ‘খেদেজা’ চরিত্রকে ছাড়িয়ে গেছে”—মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
১১। সাবিকুন নাহার পাঁচ ভাই-বোনের মধ্যে পড়াশোনায় বরাবরই ভালো ছিল। ওর ইচ্ছা অনেক দূর পর্যন্ত পড়ালেখা করবে। কিন্তু সাবিকুনের বাবা মেয়ের পেছনে টাকা খরচ করতে রাজি নন। তাই মেয়েকে এক ধনী বুড়োর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেন। জীবনপিপাসু সাবিকুন এ বিয়ে মেনে নিতে পারেনি বলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
(ক) ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
(খ) ‘হয় এটি ধ্বংস, না হয় ওটি ধ্বংস হবে’—উক্তিটির মাধ্যমে লেখক কী বুঝিয়েছেন?
(গ) ‘বহিপীর’ নাটকের যে চরিত্রের সঙ্গে সাবিকুন নাহারের মিল খুঁজে পাওয়া যায়, তা ব্যাখ্যা করো।
(ঘ) ‘সাবিকুন নাহার জীবনপিপাসু এক প্রতিবাদী নারী’—বহিপীর নাটকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃনশীল এর উত্তর কই এই গুলার?
ReplyDelete