প্রাথমিক বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
অধ্যায়-৭ : স্বাস্থ্যবিধি
৫. প্রাণী ও পোকামাকড়বাহিত সংক্রামক রোগ : কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়।
৬. সংক্রামক রোগ প্রতিরোধের উপায় : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৭. প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি।
৮. সংক্রামক রোগের প্রতিকার : রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।
৯. বয়ঃসন্ধি কী : সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৮ থেকে ১৩ বছরে এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১৫ বছর বয়সে শুরু হয়।
১০. বয়ঃসন্ধিকালে ছেলে ও বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন : মেয়েদের মধ্যে শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে তবে তা ছেলেদের চেয়ে কম।
১১. বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন : বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে।
অধ্যায়-৮ : মহাবিশ্ব
২. কী করতে হবে : আলো এক সেকেন্ডে ৩০০.০০০ কি. মি. বেগে চলে।
৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কি. মি.। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কি. মি. বেগে চলে। আর তাই, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে।
৪. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কি. মি.।
৫. পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।
৬. মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্ষিবিজ্ঞান।
৭. সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।
৮. বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন।
৯. পৃথিবীর গতি : পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। যে পথে পৃথিবী এবং অন্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
১০. সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
১১. নিজে অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।
১২. সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়।
১৩. একবার ঘুরে আসতে পৃথিবী ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে যা একটি দিনের সমান। অক্ষ হল কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
Post a Comment