নবম-দশম শ্রেণিঃ রসায়ন ১
নবম-দশম শ্রেণিঃ রসায়ন
মো. মাসুদ খান
প্রধান শিক্ষক
ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পদার্থের গঠন১। তড়িচ্চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর : ম্যাক্সওয়েল
২। কোন পরমাণুর বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? উত্তর : হাইড্রোজেন
৩। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১১ সালে
৪। নীলস বোর কত সালে পরমাণু মডেলটি প্রকাশ করেন?
উত্তর : ১৯১৩ সালে
৫। পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় কোন মডেলের সাহায্যে? উত্তর : বোর
৬। রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর : ১৯১১ সালে
৭। Cr(24) মৌলের তৃতীয় শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে? উত্তর :১৩
৮। ভ ও ফ উপস্তরে যথাক্রমে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ১৪ ও ১০
৯। রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রের কী নামকরণ করেন?
উত্তর : নিউক্লিয়াস
১০। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কী?
উত্তর : ধ-কণা বিচ্ছুরণ
১১। শক্তিস্তর কাকে বলে?
উত্তর : ইলেকট্রনসমূহ যে পথে ভ্রমণ করে তাকে শক্তিস্তর বলে।
১২। জিংকের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করে?
উত্তর : d
১৩। পটাশিয়ামের ১৯তম ইলেকট্রনটি কোন উপস্তরে থাকে? উত্তর : 4s
১৪। K+ এর বহিস্থ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে?
উত্তর : ৮
১৫। পরমাণুর ইলেকট্রনীয় কক্ষপথ কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনসমূহ যে নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বলে কল্পনা করা হয় তাকে পরমাণুর ইলেকট্রনীয় কক্ষপথ বলে।
১৬। প্রোটিয়ামের পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত?
উত্তর : ৯৯.৯৮%
১৭। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
উত্তর : যে সব অস্থিত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
১৮। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের সংখ্যা কত?
উত্তর : ১৩০০-এর উপরে
১৯। কোন দুইটি স্থায়ী কণিকার আপেক্ষিক ভর সমান?
উত্তর : প্রোটন ও নিউট্রনের
২০। কার্বন পার্টিক্যাল কাকে বলে?
উত্তর : কাঠ ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ক্ষুদ্রতম কণা উৎপন্ন হয় একে কার্বন পার্টিক্যাল বলে।
উত্তর : ৯৯.৯৮%
১৭। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
উত্তর : যে সব অস্থিত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
১৮। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের সংখ্যা কত?
উত্তর : ১৩০০-এর উপরে
১৯। কোন দুইটি স্থায়ী কণিকার আপেক্ষিক ভর সমান?
উত্তর : প্রোটন ও নিউট্রনের
২০। কার্বন পার্টিক্যাল কাকে বলে?
উত্তর : কাঠ ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ক্ষুদ্রতম কণা উৎপন্ন হয় একে কার্বন পার্টিক্যাল বলে।
Post a Comment