৫ম শ্রেনিঃ প্রাথমিক বিজ্ঞান ৩
৫ম শ্রেনিঃ প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
অধ্যায়-১০ : আমাদের জীবনে তথ্য
১. আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম।
২. কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হল আইসিটি।
৩. আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে।
৪. আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়।
৪. তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় : ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ।
৬. ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক।
৭. বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন- পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমরি কার্য ইত্যাদি ব্যবহার করি।
৮. কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্যবিনিময় করব : বর্তমানে খুদে বার্তা (এসএমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান-প্রদান করতে পরি।
অধ্যায়-১১ : আবহাওয়া ও জলবায়ু
১. জলবায়ু : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু।
২. জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়।
৩. বায়ুচাপ : বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ।
৪. বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়।
৫. উচ্চচাপ ও নিম্নচাপ : দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে।
৬. উষ্ণ স্থলভাগ তার ওপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে।
৭. বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে যায়।
৮. রাতে স্থলভাগ সমুদ্রের স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়।
৯. বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
১০. জুন থেকে আগস্টে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে।
১১. ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে।
১২. আর্দ্রতা হল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
১৩. বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি।
১৪. বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।
১৫. বিরূপ আবহাওয়া : আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
১৬. আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই।
Post a Comment