Header Ads

৫ম শ্রেনিঃ ইসলাম ও নৈতিক শিক্ষা -৩

৫ম শ্রেনিঃ ইসলাম ও নৈতিক শিক্ষা -৩
মো. ফোরকান আহমেদ  
সহকারী শিক্ষক

মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোলা।

আকাইদ-বিশ্বাস
[পূর্বে প্রকাশিত অংশের পর]

১১৬। হাশরের দিন কী ঘটবে?

ক. আল্লাহতায়ালা সবাইকে পাপপুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন

খ. এদিন চাঁদের কোনো আলো থাকবে না

গ. এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে

ঘ. ক ও গ উভয়ই সঠিক

১১৭। আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপপুণ্য সবকিছু লিখে রাখা হয়। একে কী বলে?

ক. মিজান খ. আমলনামা

গ. কিয়ামত ঘ. হাশর

১১৮। যে সব ফেরেশতা আমাদের আমলনামা লিখে রাখেন সে সব ফেরেশতাদের কী বলা হয়?

ক. নবী ও রাসূল খ. মহাজ্ঞানী

গ. হজরত জিবরাইল (আ.)

ঘ. কেরামান কাতেবিন

১১৯। মিজান শব্দের অর্থ কী?

ক. আগুন খ. পরিমাপ যন্ত্র

গ. ইহকাল ঘ. পরকাল

১২০। কোনটি চির শান্তির স্থান?

ক. স্কুল-কলেজ খ. জান্নাত বা বেহেশত

গ. জাহান্নাম বা দোজখ

ঘ. পৃথিবী

১২১। কারা জান্নাতে যাবে?

ক. যারা দুনিয়ায় আল্লাহ ও নবী-রাসূলের কথামতো চলে

খ. যারা আল্লাহর এবাদত-বন্দেগি করে

গ. যারা পাপ কাজ থেকে বিরত থাকে

ঘ. ওপরের সবগুলোই সঠিক

১২২। জান্নাত লাভের জন্য আমাদের কী কাজ করতে হবে?

ক. শয়তানের অনুসারী হতে হবে

খ. আল্লাহ ও নবী-রাসূলের কথা মতো চলতে হবে

গ. প্রচুর ধনসম্পত্তির মালিক হতে হবে

ঘ. ক্ষমতাশালী হতে হবে

১২৩। জাহান্নাম কিসের স্থান?

ক. চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও যন্ত্রণার স্থান

খ. চির শান্তির স্থান

গ. এবাদত বন্দেগির স্থান

ঘ. মুমিন মুসলিমদের আরামের জায়গা

১২৪। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে?

ক. পাপ কাজ করতে হবে

খ. সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে

গ. ধনসম্পত্তির মালিক হতে হবে

ঘ. শয়তানের অনুসারী হতে হবে।

উত্তর : ১১৬। ঘ ১১৭। খ ১১৮। ঘ ১১৯। খ ১২০। খ ১২১। ঘ ১২২। খ ১২৩। ক ১২৪। খ।

No comments

Powered by Blogger.