Header Ads

জেনে নিন



জেনে নিন


১. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : যুক্তরাজ্য
২. লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর : লস আ্য্যঞ্জেলস (যুক্তরাষ্ট্র)
৩. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?
উত্তর : এশিয়ার দক্ষিণাঞ্চল
৪. স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : পর্তুগাল
৫. ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস কোন দেশের বিমান সংস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র
৬. জীবানুঘটিত অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৭২
৭. বিশ্বের প্রায় কত কোটি লোক ক্ষুধার্ত?
উত্তর : ৮৭ কোটি
৮. ব্লাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংস্থা?
উত্তর : প্যালেস্টাইন
৯. পদাতিকের কবি বলা হয় কাকে?
উত্তর : সুভাষ মুখোপাধ্যায়
১০. মুক্তিযুদ্ধ ও তারপর, আমার ৭১-কার লেখা?
উত্তর : ড. আনিসুজ্জামান
১১. ‘চির সুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে?’ উক্তিটি কার?
উত্তর : কৃষ্ণচন্দ্র মজুদার।
১২. ১৯৭১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল—
উত্তর : ৭ কোটি
১৩. চাকমারা গ্রামকে কী বলে?
উত্তর : আদম
১৪. বাংলাদেশে কয়টি উপজাতি বাস করে?
উত্তর : ৪৫টি
১৫. সংবিধান সংশোধনের জন্য কী পরিমাণ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন?
উত্তর : ২/৩ অংশ
১৬. প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্পিকারের পদমর্যাদার স্থান কততম?
উত্তর : ২য়
১৭. বাংলাদেশের সংবিধান কত পাতাবিশিষ্ট?
উত্তর : উভয়টি
১৮. হাজী শরীয়তউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৮৪০ সালে
১৯. বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙািলর মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কততম?
উত্তর : ৯ তম
২০. বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা - এর স্থাপতি কে?
উত্তর : সিরাজুল ইসলাম
২১. মুসক দিবস কবে পালিত হয়?
উত্তর : ১০ জুলাই।

No comments

Powered by Blogger.