জেনে নিন
জেনে নিন
১. ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটোমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম কী?
উত্তর : স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন
২. ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তর : আলফ্রেড বার্নাড নোবেল
৩. কোনটির ঊর্ধ্বপাতন হয় না?
উত্তর :বেনজিন
৪. হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে—
উত্তর : ২০৬২ সালে
৫. হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়?
উত্তর : ১৯৮৬
৬. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
উত্তর : হেস
৭. মহাশূন্য থেকে আগত রশ্মির কণাকে কী বলে?
উত্তর : কসমিক রে
৮. ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিসম্পর্কিত বিদ্যার নাম—
উত্তর : হাইড্রোলজি
৯. জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কী কী?
উত্তর : Botany এবং Zoology
১০. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় অবস্থাতেই পাওয়া যায়?
উত্তর : পানি
১১. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়—
উত্তর : ঊর্ধ্বপাতন
১২. কোনটি রাসায়নিক পরিবর্তন?
উত্তর : বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে.
১৩. কোনটি রাসায়নিক পরিবর্তন নহে?
উত্তর : লোহাকে চুম্বকে পরিণত করা
১৪. কোনটি রাসায়নিক পরিবর্তন?
উত্তর : লোহায় মরিচা ধরা
১৫. ইকোলজির বিষয়বস্তু হচ্ছে—
উত্তর : প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ
১৬. তারাদের জীবনপ্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
উত্তর : রেড জায়েন্ট।
১৭. আদিকোষ কোনটি?
উত্তর : ব্যাকটেরিয়া
১৮. সকল সজীব কোষে থাকে—
উত্তর : সাইটোপ্লাজম
১৯. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?
উত্তর : ১টি
২০. কোনটি এককোষী প্রাণী?
উত্তর : অ্যামিবা
২১. সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
উত্তর : হাইড্রোজেন।
Post a Comment