নবম-দশম শ্রেণিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
নবম-দশম শ্রেণিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জান্নাতুল ফেরদৌস
সিনিয়র শিক্ষক
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
স্বাধীন বাংলাদেশউদ্দীপকটি পড়ে ১-২ নং প্রশ্নর উত্তর দাও
‘এ সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা আকাক্সক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাববে।’
১। উদ্দীপকে কোন সংবিধানের কথা বলা হয়েছে?
ক) পূর্ব পাকিস্তান সংবিধান খ) পশ্চিম পাকিস্তান সংবিধান
গ) ভারতের সংবিধান √ঘ) বাংলাদেশের সংবিধান
২। উক্ত সংবিধান প্রণয়নের দায়িত্ব ছিল-
i) জাতীয় পরিষদের সদস্যদের ওপর ii) আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপর
iii) প্রাদেশিক পরিষদের সদস্যদের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৪০-১৪১ নং প্রশ্নের উত্তর দাও
আবিদপুরের গ্রামবাসী বিভিন্ন বিষয়ে ভিন্নমতাধর্মী ছিল। তাদের মধ্যে ছিল না কোনো ঐক্য। এক সময় গ্রামের মান্যবর একজন তাদের সব ভেদাভেদ ভুলে গ্রামের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও ন্যায়ভিত্তির সমাজ গঠনকল্পে তাদের একই উদ্দেশ্য একত্রিত হওয়ার আহ্বান করেন।
৩। উদ্দীপকের ঘটনা স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর কোন কাজকে ইঙ্গিত করে?
ক) বন্ধুত্বের মাধ্যমে পররাষ্ট্রনীতি
√খ) বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ গঠন
গ) জাতিসংঘের সদস্যপদ লাভ
ঘ) জোট নিরপেক্ষ সংস্থার সদস্যপদ লাভ
৪। উক্ত কাজের মাধ্যমে তিনি যে সব ক্ষেত্রে নতুন ধারা প্রবর্তনের উদ্যোগ নেন-
i) অর্থনৈতিক ক্ষেত্রে ii) সামাজিক ক্ষেত্রে iii) রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৪২-১৪৩ নং প্রশ্নের উত্ত দাও
বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করেছে। বিশেষজ্ঞারা মনে করেন, এতে করে সংবিধান প্রবর্তনকালীন সংবিধানে ফিরে যেতে পেরেছে। অবশ্য সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া।
৫। উদ্দীপকে প্রবর্তনকালীন সংবিধান বলতে কোন সংবিধানকে বোঝানো হয়েছে?
ক) ১৯৮৮-এর সংবিধান খ) ১৯৭৯-এর সংবিধান
√গ) ১৯৭২-এর সংবিধান ঘ) ২০১১-এর সংবিধান
৬। উদ্দীপকে আলোচিত সংশোধনীর মাধ্যমে সংবিধানে ১৯৭২ সালের কোন মূলনীতি ফিরে এসেছে?
ক) জাতীয়তাবাদ খ) গণতন্ত্র
গ) সামাজিক ন্যায়বিচার √ঘ) ধর্মনিরপেক্ষতা
৭। বাংলাদেশের ইতিহাসে প্রথম কত সালে অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে?
√ক) ১৯৭৫ সালে খ) ১৯৭৬ সালে
গ) ২০০৭ সালে ঘ) ২০০৮ সালে
৮। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের সরকার বিরাজমান ছিল?
ক) গণতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক গ) রাজতান্ত্রিক √ঘ) সামরিক
Post a Comment