ইসলাম ও নৈতিক শিক্ষা
ইসলাম ও নৈতিক শিক্ষা
৯৩। নিচের কোনটি আল্লাহতায়ালার গুণের সঙ্গে সম্পৃক্ত?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা
গ. ক্ষমাশীল ঘ. সবগুলোই সঠিক
৯৪। ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?
ক. হজ খ. জাকাত গ. নামাজ ঘ. রিসালাত
৯৫। রিসালত অর্থ কী?
ক. বার্তা খ. বার্তা বহন গ. সৎপথ ঘ. নবী-রাসূলের বাণী
৯৬। যে ব্যক্তি একজনের কথা অন্য জনের নিকট নিয়ে পৌঁছায় তাকে কী বলা হয়?
ক. বার্তাবাহক বা রাসূল খ. হাজী
গ. দুভাষী ঘ. সাহায্যকারী
৯৭। যিনি আল্লাহর বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছায় এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন তাকে কী বলা হয়?
ক. হাদিস খ. নবী বা রাসূল খ. তাওহিদ ঘ. রিসালাত
৯৮। নবী-রাসূলের কাজ বা দায়িত্বঝেঝক কী বলে?
ক. তাওহিদ খ. রিসালাত গ. হাদিস ঘ. কোরআন
৯৯। কীভাবে জীবনযাপন করলে দুঃখ কষ্ট থেকে বাঁচা যায়?
ক. সাধারণ খ. জাঁকজমক গ. আল্লাহর পথে ঘ. বৈরাগী
১০০। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ-
ক. নবী-রাসূল খ. সাধারণ মুসলমান
গ. বিধর্মীগণ ঘ. কাফেরগণ
১০১। নবী-রাসূলগণ আল্লাহর নিকট থেকে কীভাবে জ্ঞান লাভ করতেন?
ক. অলৌকিকভাবে খ. ওহির মাধ্যমে
গ. মুমিন বান্দাদের মাধ্যমে ঘ. জাদুর মাধ্যমে
১০২। কে নবী-রাসূলগণের কাছে ওহি নিয়ে আসতেন?
ক. হজরত মুহাম্মদ (সা.) খ. হজরত জিবারাইল (আ.) গ. হজরত আলী (রা.) ঘ. হজরত ইবরাহিম (আ.)
১০৩। নবী-রাসূলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
ক. বিষয়-সম্পত্তির মালিক
খ. মুসলমানদের শাসন করা
গ. মুসলিম শাসন কায়েম করা
ঘ. মানুষের কল্যাণ সাধন করা
১০৪। আখিরাত শব্দের অর্থ কী?
ক. ইহকালীন জীবন খ. পরকালীন জীবন
গ. বর্তমানকালের জীবন ঘ. অতীতকালের জীবন
১০৫। পরকালে বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ
ক. তা না হলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়
খ. যে কোনো সময় মৃত্যু এসে হাজির হবে
গ. পাপের পরিমাণ বাড়ানো উচিত নয়
ঘ. ওপরের সবগুলোই সঠিক
১০৬। সওয়াল ও জওয়াব অর্থ কী?
ক. শান্তি ও আরাম খ. প্রশ্ন ও উত্তর
গ. হাদিস ও কোরআন ঘ. আজাব ও শাস্তি
উত্তর : ৯৩। ঘ ৯৪। ঘ ৯৫। ক ৯৬। ক ৯৭। খ ৯৮। খ ৯৯। গ ১০০। ক ১০১। খ ১০২। খ ১০৩। ঘ ১০৪। খ ১০৫। ক ১০৬। খ
Post a Comment