এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি: বাংলা দ্বিতীয়পত্র সাজেশন
বাংলা দ্বিতীয়পত্র সাজেশন
উজ্জ্বল কুমার সাহা
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
অনুচ্ছেদ লিখন :
দুইটি অনুচ্ছেদ দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০
১। বাংলা নববর্ষ ২। নবান্ন উৎসব ৩। শিশুশ্রম ৪। নারী শিক্ষা ৫। বিজয় দিবস ৬। শহীদ দিবস (২১শে ফেব্রুয়ারি) ৭। বই পড়া ৮। শীতের সকাল ৯। যৌতুক প্রথা ১০। সত্যবাদিতা।
পত্রলিখন
পত্রলিখন অংশ থেকে দুইটি প্রশ্ন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০
ব্যক্তিগতপত্র
১। পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে পত্র।
২। বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুকে পত্র।
৩। ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা/একুশে বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র।
৪। বিদ্যালয়ের শেষ দিনের অনুভূতি ব্যক্ত করে বন্ধুকে পত্র।
৫। নকলের কুফল সম্পর্কে/কম্পিউটার শিক্ষার গুরুত্ব/মাদকাসক্তির কুফল সম্পর্কে জানিয়ে ছোটভাইকে পত্র।
আবেদনপত্র
১। নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র।
২। ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র।
৩। দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদনপত্র।
৪। পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র।
সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
১। লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে।
২। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ চেয়ে।
৩। যানজট নিরসনের জন্য।
৪। সড়ক দুর্ঘটনারোধের জন্য।
৫। বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে।
সারাংশ ও সারমর্ম লিখন
সারাংশ ও সারমর্ম অংশ থেকে দু’টি প্রশ্ন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০
সারাংশ :
১। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ... গমন বিধেয় নহে।
২। মাতৃস্নেহের তুলনা নেই... করিতে ব্যপ্ত হয়।
৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা ... উন্মোচিত হবে না।
৪। মানুষের সুন্দর মুখ ... পরাজিত করা সম্ভব নয়।
৫। তুমি জীবনকে সুন্দর .... সুন্দর হইয়া উঠিবে।
৬। অভ্যাস ভয়ানক জিনিস ... সব পণ্ড হবে।
৭। কোন পাথেয় নিয়ে ... মানুষের শিক্ষা।
৮। চরিত্র ছাড়া মানুষের ... চরিত্রবান মানে এই।
৯। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে ... সংস্কারের কর্মক্ষেত্রে।
১০। কোনো সভ্য জাতিকে ... আবশ্যকতা নেই।
১১। আজকের দুনিয়াটা .... খুঁজলেই হয়।
১২। অতীতকে ভুলে যাও... জীবন নিয়ে বাঁচতে।
সারমর্ম :
১। সার্থক জনম মোর ..... মুদব নয়ন শেষে।
২। পুণ্যে পাপে দুঃখে ... সংগ্রাম করিতে দাও।
৩। এসেছে নতুন শিশু ... দৃঢ় অঙ্গীকার।
৪। নদী কভু পান করে ... পরিহিত তরে।
৫। দৈন্য যদি আসে ... ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
৬। শৈশবে সদুপদেশ ... না আসিলে ফিরে?
৭। দণ্ডিতের সাথে ... তুমি তার কাছে।
৮। কোথায় স্বর্গ ... কুঁড়ে ঘরে
৯। আজকের দুনিয়াটা ... গৌরববোধ করে।
১০। তরুতলে বসে পান্থ ... মহত্মে অতুল।
ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণ অংশ থেকে দু’টি উদ্ধৃতি দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০
১। নানান দেশের নানান ভাষা..... মিটে কি আশা?
২। ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ।
৩। গ্রন্থগত বিদ্যা ... হলে প্রয়োজন।
৪। শৈবাল দীঘিরে বলে ... দিলেম শিশির।
৫। মিথ্যা শুনিনি ভাই ... কাবা নাই।
৬। বিশ্রাম কাজের .... নয়নের পাতা।
৭। পরের অনিষ্ট ..... বীজ বোপন করে সে।
৮। স্বদেশের উপকারে নেই .... পশু সেই জন।
৯। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ।
১০। পাপকে ঘৃণা কর পাপীকে নয়।
১১। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
১২। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
১৩। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
১৪। দুর্নীতি উন্নয়নের অন্তরায়।
১৫। কীর্তিমানের মৃত্যু নেই।
১৬। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না।
প্রতিবেদন লিখন :
দুইটি প্রতিবেদন দেয়া থাকবে। যে কোনো একটির উত্তর করতে হবে। মান ১০
১। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের / বিজ্ঞানমেলার / ক্রীড়া প্রতিযোগিতার / বিতর্ক উৎসবের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন কর।
২। তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারের উপর জরিপ করে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন কর।
৩। মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন উপস্থাপন কর।
৪। বৃক্ষরোপণের/ শিশুশ্রমের উপর পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন উপস্থাপন কর।
প্রবন্ধ রচনা
তিনটি বিষয় দেয়া থাকবে। যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে। মান ২০
১। স্বদেশপ্রেম ২। শ্রমের মর্যাদা ৩। পরিবেশদূষণ ও তার প্রতিকার ৪। কৃষিকাজে বিজ্ঞান ৫। বৃক্ষরোপণ অভিযান ৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৭। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ৮। ইন্টারনেট/কম্পিউটার/মানবকল্যাণে বিজ্ঞান ৯। জাতিগঠনে নারী
Post a Comment