Header Ads

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সং ক্ষিপ্ত প্রশ্ন


প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্ততিঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সং ক্ষিপ্ত প্রশ্ন



মানবাধিকার

১। কোন আন্তর্জাতিক সংস্থা মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
উত্তর : জাতিসংঘ।

২। মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কখন অনুমোদিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।

৩। মানবাধিকার বলতে কী বোঝো?
উত্তর : জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে।

৪। দুটি মানবাধিকার সম্পর্কে লেখো।
উত্তর : ক) স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
            খ) শিক্ষা গ্রহণের অধিকার।

৫। মানবাধিকার রক্ষায় সবার দুটি করণীয় লেখো।
উত্তর : ক) সবাইকে সচেতন করা
            খ) মানবাধিকারবিরোধী কাজ হলে প্রয়োজনে প্রতিবাদ করা।

৬। অটিজম বলতে কী বোঝো?
উত্তর : অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।

৭। অটিস্টিক শিশু কারা?
উত্তর : যেসব শিশু অটিজম সমস্যায় আক্রান্ত, অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে, সেসব শিশুকে অটিস্টিক শিশু বলে।

৮। অটিস্টিক শিশুর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ক) অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।
            খ) সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।

৯। রাহাত তোমার সহপাঠী, অন্যের স্পর্শে সে আঁতকে ওঠে। তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে?
উত্তর : আমি তার সঙ্গে মিলেমিশে থাকব এবং এমন আচরণ করব না, যাতে সে কষ্ট পায়।

১০। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা কিসের অন্তর্ভুক্ত?
উত্তর : মানবাধিকারের।

১১। মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : ক) অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
             খ) অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়। এটি মানবাধিকারবিরোধী কাজ।

১২। বাংলাদেশে কত বছরের কম বয়সী শিশুশ্রম বেআইনি?
উত্তর : ১৮ বছরের কম বয়সী।

১৩। আতিকের বয়স ১০ বছর, সে ইটের ভাটায় কাজ করে। এ ক্ষেত্রে তার কী লঙ্ঘিত হচ্ছে?
উত্তর : মানবাধিকার।

১৪। নারী অধিকার লঙ্ঘনের উদাহরণ দাও।
উত্তর : কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সমান পারিশ্রমিক পায় না।

১৫। নমিতা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে, তাকে গৃহকর্ত্রী নির্যাতন করেন। এ ক্ষেত্রে আমাদের কী করা উচিত?
উত্তর : আমাদের এ ধরনের মানবাধিকারবিরোধী কাজে আইনের সহায়তা গ্রহণ করা উচিত।

১৬। নারী অধিকার রক্ষায় আমাদের দায়িত্ব কী?
উত্তর : আমাদের উচিত নারীর সমান অধিকার রক্ষায় কাজ করা।


গণতান্ত্রিক মনোভাব
১। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনটি?
উত্তর : গণতন্ত্র।

২। বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র—সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করলে কী ঘটবে?
উত্তর : আমাদের দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে।

No comments

Powered by Blogger.