Header Ads

একাদশ শ্রেণিঃ সমাজবিজ্ঞান প্রথম পত্রঃ বহুনির্বাচনী প্রশ্ন

একাদশ শ্রেণিঃ সমাজবিজ্ঞান প্রথম পত্র



বহু নির্বাচনী প্রশ্ন

১। সামাজিকীকরণের প্রাথমিক বাহন কোনটি?
ক) পরিবার খ) শিক্ষাপ্রতিষ্ঠান গ) খেলার সাথি ঘ) সমাজ

২। কার মতে প্রতিটি সমাজ হলো একেকটি জীবদেহের মতো?
ক) অগাস্ট কোঁত খ) হার্বার্ট স্পেন্সার গ) এমিল ডুর্খেইম ঘ) ম্যাক্স ওয়েবার

৩। বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদানগুলো হচ্ছে—
i. রাজনীতির আন্তর্জাতিকীকরণ
ii. তথ্য ও প্রযুক্তির বিস্তার
iii. অবাধ বাণিজ্য ও মুক্তবাজারের প্রসার

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪। কোথায় সামন্ত সমাজের বিকাশ ঘটে?
ক) এশিয়ায় খ) ইউরোপে গ) আমেরিকায় ঘ) অস্ট্রেলিয়ায়

৫। সামাজিক অসমতা উৎপত্তি লাভ করে কোন উপাদানের ভিত্তিতে?
i. প্রাকৃতিক ii. সামাজিক iii. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের তথ্যগুলো দেখে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

i. সমাজে নারীকে পুরুষের চেয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কম গুরুত্ব দেওয়া।
ii. সমাজের মানুষ বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত।
iii. জ্ঞান, বুদ্ধিমত্তা ও শক্তির তারতম্যের কারণে দাস ও মনিবের সৃষ্টি।

৬। ছকে কিসের চিত্র ফুটে উঠেছে?

ক) জেন্ডারের খ) সামাজিক মর্যাদার গ) সামাজিক অসমতার ঘ) সামাজিক স্তরবিন্যাসের

৭। ররর নম্বর তথ্যে কোন নির্ধারকের উল্লেখ রয়েছে?
ক) লিঙ্গভিত্তিক অসমতা খ) শ্রেণিভিত্তিক অসমতা 
গ) বুদ্ধিভিত্তিক অসমতা ঘ) ক্ষমতাভিত্তিক অসমতা

৮। মার্ক্স কোন সমাজের শ্রেণি সম্পর্কিত আলোচনার ওপর বেশি মনোযোগ দেন?
ক) সমাজতন্ত্রী খ) ধনতন্ত্রী গ) গণতন্ত্রী ঘ) সামন্ততন্ত্রী

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে ‘পদ্মা সেতু’ নির্মাণ করছে, যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা।

৯। অনুচ্ছেদে নির্মাণাধীন অবকাঠামোটি কোন ধরনের সম্পত্তি?
ক) সমষ্টিগত খ) শেয়ারভিত্তিক গ) যৌথ পারিবারিক ঘ) সামাজিক সম্পত্তি

১০। উক্ত বিষয়টি দেশের জন্য কোন ধরনের ভূমিকা রাখবে?
i. দেশের অর্থনৈতিক উন্নয়নে
ii. সম্পদের সুষম বণ্টনে
iii. সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ করবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১। কৃষি যুগের প্রধান সম্পত্তি হলো—
ক) লাঙ্গল খ) হালের বলদ গ) ভূমি ঘ) বীজ ও সার

উত্তর
১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. গ।

No comments

Powered by Blogger.